5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

আজকের এই পোস্ট আমরা আলোচনা করবো 5টি সেরা ব্যাংকের চাকরি নিয়ে। অনেক ছাত্র ছাত্রীর ইচ্ছা থাকে যে ব্যাংকে চাকরি করব। কিন্তু তারা তারা সমস্ত বিষয়ে জানতে পারেনা। এবং তারা এটাও জানে না যে কত রকমের ব্যাংকিং চাকরি হয়। যদি সেভাবে বলতে যায় তাহলে কিন্তু 10 এরও বেশি এরকম ব্যাংকিং চাকরি রয়েছে যেগুলো প্রতি বছর রিক্রুটমেন্ট জারি করে ভ্যাকান্সি বের করে। এবং প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রীকে কিন্তু তারা চাকরি দেয়।

তোমরা যদি জানতে চাই যে কিভাবে এই ব্যাংকিং ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায়, বয়সসীমা কত থাকে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়, সিলেবাস কি কি থাকে, কোন কোন পদে নিয়োগ করা হয় ইত্যাদি সমস্ত তথ্য তাহলে অবশ্যই আজকের পোস্টটি তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ অবশ্যই পড়বে।

আজ যে 5টি পদ নিয়ে আমরা আলোচনা করবো সেগুলির জন্যে যদি তোমরা 2 বছরের প্রিপারেশন নিয়ে যদি তোমরা পরীক্ষায় বসো তাহলে বলবো তোমরা কোনো না কোনো ক্ষেত্রে চাকরি ও অশ্বই পেয়ে যাবে। আমি তেমনি কয়েকটি Post নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক।

Top 5 Banking Jobs – 5টি সেরা ব্যাংকের চাকরি

1) RBI Office Attendant

ব্যাংকে এমন অনেক কর্মচারী থাকে যাদের বিভিন্ন কাজ করতে হয়। কখনো এই File নিয়ে অন্য একজনের টেবিলে রাখা আবার কখনো অন্য একজনের File নিয়ে ম্যানেজারের কাছ থেকে সিগনেচার করিয়ে আনা ইত্যাদি বিভিন্ন অ্যাটেনডেন্ট- এর কাজ করে থাকে। Reserve Bank of India (RBI), যাকে আমরা বলি আমাদের দেশের সমস্ত ব্যাংকের প্রধান ব্যাংক। যার হাতে সমস্ত ব্যাংকের তথ্যাদি নথিভুক্ত থাকে। তো এই RBI কিন্তু প্রত্যেক বছর Attendant পদের জন্যে ভ্যাকান্সি বের করে ফেব্রুয়ারি মাস নাগাদ।

RBI

এবার জেনে নেব এই পোষ্টের জন্যে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? তোমরা যদি মাত্র মাধ্যমিক করে থাক এবং তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থেকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই বয়সের সীমা কিন্তু জেনারেল দের জন্যে। SC, ST এবং OBC দের জন্য কিন্তু 5 এবং 3 বছরের ছাড় রয়েছে ঊর্ধ্বসীমাতে। এবার যারা ফিজিক্যালি হ্যান্ডকাফ রয়েছো তারা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে।

এই পরীক্ষার কিন্তু কোনো লিমিটেশন নেই। অর্থাৎ তোমরা যতবার খুশি অ্যাটেম দিতে পারবে।

এবার এখানে তোমাদের স্যালারীর কথা যদি বলি তাহলে বলবো 23 হাজার টাকা থেকে শুরু করে 30 হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারী রয়েছে।

মাধ্যমিক পাশের পরে এই চাকরিটি কিন্তু তোমাদের জন্যে খুবই সুন্দর ক্যারিয়ার অপশন হতে পারে। এখানে বেতনও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। এটা কিন্তু ব্যাংকের গ্রুপ ডি পদের চাকরি। এর পরের কিন্তু তুমি যদি চাও তাহলে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তুমি আরো উচুঁ পোস্টে যেতে পারো।

2) IBPS Clerk/PO

অনেকেই হয়তো ভাববে যে এই IBPS টা কী? তাহলে বলে দিই, SBI বাদ দিয়ে আমাদের এলাকায় যে সমস্ত সরকারি আন্ডারের ব্যাংকগুলো রয়েছে এরকম মিনিমাম 11 টা ব্যাংকের হয়ে ফর্ম বের করে এই IBPS (Institute of Banking Personnel Selection) । এখানে কিন্তু তারা প্রচুর পরিমাণে ছেলে মেয়ে নিয়োগ করে। এখানে কিন্তু PO অর্থাৎ যাকে অনেক সময় ব্যাংক ম্যানেজারও বলে থাকি এবং ক্লার্ক পদেও কিন্তু প্রচুর লোক নিয়োগ করে।

এখানে আবেদনের জন্যে তোমার যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশন পাশ। বলে রাখি RBI Office Attendant পদ বাদ দিয়ে ব্যাংকের যে যে পদ রয়েছে সবেতেই কিন্তু তোমার গ্র্যাজুয়েশন অবশ্যই দরকার। অথবা যারা গ্র্যাজুয়েশন এর লাস্ট ইয়ারে পড়ছো মানে যাদের থার্ড ইয়ার চলছে এবং শেষের পরীক্ষা হয়নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যে কোন স্ট্রিম নিয়ে গ্রাজুয়েশন করো না কেন এখানে কিন্তু কোনোরকম পার্সেন্টিসের প্রয়োজন নেই, তুমি যে পার্সেন্টেজ পাওনা কেন তুমি এখানে এপ্লাই করতে পারবে।

বয়স কিন্তু তোমার 20 থেকে 28 এর মধ্যে হতে হবে এবং SC, ST দের ক্ষেত্রে 5 বছরের ও OBC দের ক্ষেত্রে 3 বছরের ছাড় এবং PWD এর 10 বছরের ছাড় যেমন পায় তেমন এখানেও থাকবে। স্যালারী কিন্তু এখানে 30 হাজার বা 32 হাজার থেকে শুরু হয়। এরপর যত তোমার দক্ষতা বাড়তে থাকবে তত কিন্তু তোমার স্যালারী বাড়তে থাকবে। অর্থাৎ তুমি যদি চাও ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে আরও এগোতে তাহলে তুমি এগোতে পারবে আরো উচুঁ পোস্টে কিন্তু যেতে পারবে।

3) RBI Assistant

RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকেই কিন্তু Assistant পদের জন্যে ফর্ম বের হয় প্রতি বছর। এখানে আবেদন করতে হলেও কিন্তু তোমার গ্র্যাজুয়েশন প্রয়োজন। গ্রাজুয়েশন তোমার যে কোন স্ট্রিম নিয়েই হোক না কেন এখানে কিন্তু তোমার একটা পার্সেন্টিস রয়েছে। তোমার গ্রাজুয়েশনে যদি 50% থেকে থাকে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 20 থেকে 28 এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে নইলে কিন্তু আবেদন করার কোনো সুযোগ তুমি পাবে না।

[su_note note_color=”#e2e2e0″ text_color=”#0e0e0d” radius=”0″](নোট:- SC, ST, OBC এবং PWD এর ক্ষেত্রে যেমন ছাড় থাকে তেমনি নিচের প্রত্যেক পোষ্টের ক্ষেত্রে থাকবে। তাই জন্যে এটা আমি আর বারবার বলছি না।)[/su_note]

এই পোষ্টের ক্ষেত্রে স্যালারী 36 হাজার থেকে 40 হাজারের মধ্যে কিন্তু এখানে স্যালারী থেকে থাকে। ধীরে ধীরে কিন্তু স্যালারী ইনক্রীজ হতে থাকবে তোমাদের কাজের দক্ষতা অনুযায়ী। তোমরা যদি এখানে টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এটা ক্র্যাক করতে পারবে।

এখানেও কিন্তু কোনো প্রকারের অ্যাটেমের সীমা নেই তোমরা 2 বছর 3 বছর 4 বছর যেমন খুশি ট্রাই করতে পারো এতে কিন্তু তোমাদের অভিজ্ঞতা বাড়তে থাকবে।

4) IBPS RRB PO

গ্রামীণ ব্যাংক নিশ্চয় সবাই দেখেছো। এই চাকরিটি হচ্ছে সেই গ্রামীণ ব্যাংকের একটি চাকরি। এক্ষেত্রেও কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। তুমি যেকোনো স্ট্রিম থেকেই হও না কেন কোনো প্রকারের পার্সেন্টেজ নেই এখানে। গ্রাজুয়েশন কমপ্লিট করলে কিন্তু তুমি এখানে এপ্লাই করতে পারবে। বয়স সীমা কিন্তু 21 থেকে 30 বছর অর্থাৎ 21 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে স্যালারী শুরু হয় 25 থেকে 30 হাজারের থেকে।

5) SBI PO/Clerk

এরপর আমাদের 5 নম্বরের যে ব্যাংকের ভ্যাকান্সি সেটা হলো SBI PO অথবা ক্লার্ক। SBI অর্থাৎ State Bank of India কিন্তু নিজদের ভ্যাকান্সি নিজেরাই বের করে। IBPS একটু আগেই বললাম মিনিমাম 11 টি ব্যাংকের হয়ে ফর্ম বের করে তার সাথে কিন্তু SBI এর কোনো প্রকার সম্পর্ক নেই। প্রত্যেক বছর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজেরাই নিজেদের রিক্রুটমেন্ট নোটিশ বের করে নিজেরাই নিজেদের পোষ্টের জন্যে লোক বেছে নেই।

SBI

বয়সসীমা কিন্তু রয়েছে 21 থেকে 30 বছর। তোমাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে। কোনো প্রকারের স্ট্রিমের রিকোয়ারমেন্ট কিন্তু এখানে বলে দেয় নি সুতরাং তুমি যে কোন স্ট্রিম নিয়ে গ্রাজুয়েশন পাস করো না কেন এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে কিন্তু কোন প্রকারের পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই।

সবথেকে গুরুত্বপূর্ণ হলো এসবিআই কিন্তু জেনারেলদের জন্য চারবার অ্যাটাম করেছে। অর্থাৎ যারা জেনারেল রয়েছে তারা কিন্তু শুধুমাত্র 4 বাড়ি এখানে আবেদন জানাতে পারবে অর্থাৎ চারবার এই পোষ্টের জন্য পরীক্ষায় বসতে পারবে। এছাড়া যারা OBC রয়েছে তারা কিন্তু 7 বার এই পরীক্ষায় বসতে পারবে। 7 বারের বেশি অথবা 4 বারের বেশি কিন্তু তোমরা দিতে পারবে না। এবং যারা SC ST রয়েছে তারা কিন্তু আনলিমিটেড অ্যাটম দিতে পারবে। তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের লিমিটেশন দেওয়া নেই।

তোমাদের বলে রাখি যে কোনো ব্যাংক যদি নিজেরা পরীক্ষা নিয়ে নিজেদের ভ্যাকান্সি বের করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা অনেক সহজ হয়ে যায়। IBPS এ অনেক ধাপের মধ্যে দিয়ে তোমাকে এগোতে হয় যেটা অনেক কঠিন হয়ে যায়।

অন্যান্যঃ কলকাতা পুলিশ কনস্টেবল কিভাবে হবে – শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কত, সিলেকশন প্রসেস কেমন

ব্যাংকের চাকরির জন্যে কি কি পড়তে হবে ?

এবার তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়ে এই ব্যাংকিং জব সংক্রান্ত যেগুলি তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তোমাদের অবশ্যই ব্যাংকের যে ধরনের পোস্ট হোক না কেন যে ধরনের ভ্যাকেন্সি হোক না কেন সেখানে আবেদন করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই ইংরেজি বিষয়ে দক্ষ হতে হবে। অর্থাৎ উপরে আমি নিচেই পাঁচটি সেরা ব্যাংক জব নিয়ে আলোচনা করলাম সে ক্ষেত্রে কিন্তু তোমাকে ইংরেজিতে একটু ভালো হতেই হবে।

দু’নম্বর ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু রিজনিং খুব ভালো জানতে হবে। শুধু তাই নয় এর সাথে কিন্তু তোমাকে জিকে, জিআই ইত্যাদিতেও কিন্তু এক্সপার্ট হতে হবে। (এক্ষেত্রে বলতে চাই আমাদের এই বাংলা সাজেশন সাইটে কিন্তু রিজনিং ম্যাপস রিজিনিং ইত্যাদি বিভিন্ন ধরনের পোষ্ট আমরা পাবলিশ করে থাকে যেখানে তোমাদের প্রত্যেকদিন বিভিন্ন বিষয়ের রিজনিং কিন্তু আমরা দিয়ে থাকি যেগুলি তোমাদের যে কোন ব্যাংকে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তোমরা সেই পোস্ট করলে অবশ্যই দেখবে পড়বে।) বিশেষ করে রিজিনিং এবং জিকে জিআই একাউন্টান্সি ইত্যাদি বিষয় থেকেই কিন্তু ব্যাংকের বিভিন্ন প্রশ্ন এসে থাকে।

এক্ষেত্রে আমি তোমাদের বলব যে তোমরা পুরোপুরি প্রকাশ করো ইংরেজি বিষয়ের উপরে যেহেতু প্রশ্নপত্র পুরোটাই ইংরেজিতে হবে তো তোমাদের ইংরেজিতে অবশ্যই দক্ষ হতেই হবে এবং জিকে জিয়া এবং রিজিনিং এর ওপর জোর দিতে হবে। ইংরেজি দক্ষ করার ক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি যে তোমরা প্রত্যেকদিন ইংরেজি নিউজ পেপার পড়া শুরু করো।

উপরে দেওয়া যে পাঁচটি ব্যাংকের চাকরি আমি দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেক বছর ভ্যাকেন্সি বের হয় সুতরাং তোমরা অবশ্যই এই পোস্টগুলির জন্য প্রিপারেশন নিতে পারো। তোমরা যদি এই পাঁচটি ব্যাংকের চাকরি ছাড়াও আরো বিভিন্ন ব্যাংকে চাকরি গুলি সম্বন্ধে জানতে চাই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমি সে বিষয়ে তোমাদের জন্য একটা সেপারেট নিবন্ধ কিন্তু লিখে দেবো।

আজকের এই তথ্যটি যদি তোমার ভালো লেগে থাকে এবং উপরে দেওয়া পাঁচটি ব্যাংকের চাকরি যদি তোমার পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের এই পোস্টটি তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু-বান্ধবীর ভাই বোন সবার সাথে শেয়ার করবে।

Back to top button