৪০ টি গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | 40 Important Bangla GK Questions | GK In Bangla | KP, WBP

40 Important Bangla GK Questions | বাংলা জিকে প্রশ্ন | KP, WBP

40 Important Bangla GK Questions | বাংলা জিকে প্রশ্ন | KP, WBP

নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Bangla GK

1. বিশ্বের কোন মহাসাগর ইংরেজি S এর মতো দেখতে?

A. হিন্দু মহাসাগর
B. প্রশান্ত মহাসাগর
C. আটলান্টিক মহাসাগর
D. আর্কটিক মহাসাগর

উ: আটলান্টিক মহাসাগর।

2. মাদাগাস্কার কোথায় অবস্থিত?

A. হিন্দু মহাসাগর
B. প্রশান্ত মহাসাগর
C. আটলান্টিক মহাসাগর
D. আর্কটিক মহাসাগর

উ: হিন্দু মহাসাগর।

3. ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয় কোথায় অবস্থিত?

A. ভোপাল
B. গোয়ালিয়র
C. লখনৌ
D. এলাহাবাদ

উ: ভোপাল ।

4. ভারতের জাতীয় নদী কোনটি?

A. ব্ৰহ্মপুত্ৰ
B. কৃষ্ণা
C. গঙ্গা
D. যমুনা

উ: গঙ্গা।

5. রাজস্থানের ‘প্রবেশদ্বার’ কাকে বলে?

A. ভরতপুর
B. আজমের
C. জয়পুর
D. জেসলমের

উ: ভরতপুর।

6. অমরনাথ গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A. পাঞ্জাব
B. উত্তরাখণ্ড
C. হিমাচলপ্রদেশ
D. জম্মু-কাশ্মীর

উ: জম্মু-কাশ্মীর।

7. বিশ্ব সুন্দরী হওয়া প্রথম ভারতীয় মহিলা কে?

A. রীতা ফারিয়া
B. ঐশ্বর্য রায়
C. সুস্মিতা সেন
D. আরতি রানী

উ: রীতা ফারিয়া।

8. লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত?

A. ভোপাল
B. সিমলা
C. হায়দ্রাবাদ
D. এলাহাবাদ

উ: হায়দ্রাবাদ।

9. ব্ল্যাক প্যাগোডার মন্দির কোন রাজ্যে অবস্থিত?

A. বিহার
B. উত্তরপ্রদেশ
C. অসম
D. ওড়িশা

উ: ওড়িশা।

অন্যান্য→ জিকে প্রশ্ন এবং উত্তর | GK In Bangla | GK Quiz | Bangla GK Questions for KP, WBP

কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট; গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)

10. জনসংখ্যার অধ্যয়নকে কি বলে?

A. হেপোগ্রাফি
B. ডেমোগ্রাফি
C. ফলোগ্রাফি
D. পোলোগ্রাফি

উ: ডেমোগ্রাফি।

11. আধুনিক অলিম্পিকের পিতা কাকে বলে?

A. পিয়ারে দ্য কুবার্তা
B. জি পিয়রে
C. কুরবিয়ন
D. জেম পিয়োজে

উ: পিয়ারে দ্য কুবার্তা।

12. কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পেয়েছেন?

A. সত্যজিত রায়
B. ভানু অথাইয়া
C. দেবিকা রানী
D. মধুবালা

উ: ভানু অথাইয়া।

13. লাল কলা কোথায় পাওয়া যায়?

A. অস্ট্রেলিয়া
B. আমেরিকা
C. ব্রাজিল
D. ভারত

উ: অস্ট্রেলিয়া।

14. বিশ্ব ব্যাঙ্কের মুখ্যালয় কোথায় অবস্থিত?

A. জিনেবা
B. নিউইয়র্ক
C. ওয়াসিংটন
D. সুইজারল্যান্ড

উ: ওয়াসিংটন।

15. প্রথম মহিলা বিদেশ সচিব কে ছিলেন?

A. চোকিলা আইয়ার
B. জে বি কৃপালিনী
C. অমৃতা প্রীতম
D. ইন্দিরা গান্ধী

উ: চোকিলা আইয়ার।

16. বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?

A. মারিয়া এসটেলা প্রেরণ
B. সিরিমাবো ভান্ডার নায়কে
C. ম্যাডাম ক্যুরি
D. মারগট খেচর

উ: মারিয়া এসটেলা প্রেরণ।

17. মাদার টেরিজা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

A. পশ্চিমবঙ্গ
B. উত্তরপ্রদেশ
C. তামিলনাড়ু
D. মহারাষ্ট্র

উ: তামিলনাড়ু।

18. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছে?

A. পুনে
B. নাসিক
C. আহমেদাবাদ
D. মুম্বাই

উ: মুম্বাই।

19. কোন ফলের ভিতরে বিষ পাওয়া যায়?

A. আম
B. নারকেল
C. আপেল
D. পেঁপে

উ: আপেল।

20. গোয়া কোন বছর স্বাধীন হয়েছে?

A. 1955
B. 1960
C. 1961
D. 1965

উ: 1961 সালে।

অন্যন্য→ ভারতের বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ও লোকনৃত্য সম্মন্ধিত বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions | GK Questions

→ পুরো নাম নিয়ে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর | Full Form Of DSP, IAS, SDM, IPS, | বাংলা জিকে

21. কোন প্রাণীর 32টি ব্রেন আছে?

A. কুমির
B. মানুষ
C. জোঁক
D. অক্টোপাস

উ: জোঁক।

22. ভারতের সবচেয়ে চওড়া নদী কোনটি?

A. গঙ্গা
B. কাবেরী
C. ব্ৰহ্মপুত্ৰ
D.কোসি

উ: ব্ৰহ্মপুত্ৰ।

23. রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন কে?

A. ক্ষিতিমহন সেন
B. মহাত্মা গান্ধী
C. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
D. কোনোটিই নয়

উ: ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

24. বাংলায় প্রথম ছোটদের পত্রিকার নাম কি?

A. সমাচারপত্র
B. দিগদর্শন
C. ভারতী
D. টুনটুনি

উ: দিগদর্শন।

25. বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক কোনটি?

A. নীলদর্পণ
B. কৃষ্ণকুমারী
C. দি মর্নিং
D. কৃষ্ণকলি

উ: নীলদর্পণ।

26. মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন কোন কাব্যে?

A. পদ্মাবতী
B. কৃষ্ণ কুমারী
C. তিলোত্তমা সম্ভব কাব্যে
D. বীরাঙ্গনা কাব্যে

উ: তিলোত্তমা সম্ভব কাব্যে।

27. আমরা বর্তমানে কোন ক্যালেন্ডার ব্যবহার করি?

A. বাংলা
B. ইংরেজি
C. গ্রেগরিয়ান ক্যালেন্ডার
D. কোনোটিই নয়

উ: গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

28. ডিকশনারির অপর নাম কি?

A. লেক্সিকন
B. ডেক্সটপ
C. সেন্টেন্স
D. কোনোটিই নয়

উ: লেক্সিকন।

29. রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত প্রথম চলচ্চিত্র কোনটি?

A. শ্যামচি আই
B. রাজা হরিশচন্দ্র
C. আলম আরা
D. কোনোটিই নয়

উ: শ্যামচি আই।

30. ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় করা হয়েছিল?

A. রাজস্থানের পোখরানে
B. জয়পুরে
C. পুনে
D. কাশ্মীরে

উ: রাজস্থানের পোখরানে।

31. ভারতে প্রথম চিনা শিক্ষাকেন্দ্রটি কোথায় গড়ে ওঠে?

A. কলকাতা
B. শান্তিনিকেতনে
C. বোলপুরে
D. আগ্রা

উ: শান্তিনিকেতনে।

32. হিন্দিতে ভাষান্তরিত প্রথম হলিউডের ছবি কোনটি?

A. জুরাসিক পার্ক
B. এনাকোন্ডা
C. টাইটানিক
D. ফাদার

উ: জুরাসিক পার্ক।

33. ‘মোনালিসা’ ছবিটি কোথায় রাখা আছে?

A. প্যারিসে
B. লন্ডনে
C. আমেরিকায়
D. রাশিয়ায়

উ: প্যারিসে।

অন্যান্য→ মজাদার বাংলা জিকে প্রশ্ন | Interesting Bangla GK Questions | Gk Questions for General Knowledge

34. ইংরেজি ভাষায় সবথেকে বেশি ব্যবহৃত অক্ষর কোনটি?

A. A
B. G
C. E
D. I

উ: E

35. পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ভাষায় কথা বলে?

A. ইংরেজি
B. ম্যান্ডারিন
C. তামিল
D. ফরাসি

উ: ম্যান্ডারিন।

36. রাজস্থানে হোলির সময় কোন নৃত্য হয়?

A. ঘুমর
B. ডান্ডিয়া
C. ওনাম
D. কথাকলী

উ: ঘুমর।

37. প্রথম রঙিন হিন্দি ছবি কোনটি?

A. সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র
B. কিষান কন্যা
C. আলম আরা
D. ফুল ও পাথর

উ: কিষান কন্যা।

38. ঘূর্ণিঝড় ‘অশনি’-র নামকরণ করেছে কোন দেশ?

A বাংলাদেশ
B. শ্রীলঙ্কা
C. পাকিস্তান
D. ভারত

উ: শ্রীলঙ্কা।

39. রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কি?

A. নাটক
B. কাব্য
C. উপন্যাস
D. ছোটগল্প

উ: উপন্যাস।

40. চামেলি দেবি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহিলাকে দেওয়া হয়?

A. সাংবাদিকতা
B. চলচ্চিত্র
C. চিকিৎসা
D. সংগীত

উ: সাংবাদিকতা।

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এরকম আরো নতুন নতুন প্রশ্ন পেতে আপনারা ফলো করুন বাংলা সাজেশন সাইটটিকে।[/su_note]

Back to top button