২১শে অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 21th October 2022 Current Affairs | Banglasuggestion
আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।
21th October 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ | Current Affairs
International Solar Alliance এর সভাপতি ও সহ-সভাপতি হিসেবে সম্প্রতি কোন দুটি দেশ নির্বাচিত হয়েছেন?
(A) ভারত ও ফ্রান্স
(B) ইতালি এবং নরওয়ে
(C) সুইডেন এবং জার্মানি
(D) আমিরাত এবং নেদারল্যান্ডস
উ: ভারত ও ফ্রান্স।
ব্যাখ্যা: • ভারত ও ফ্রান্স যথাক্রমে আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি ও সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে।
• সদর দফতর: গুরুগ্রাম
• প্রতিষ্ঠা: ৩০শে নভেম্বর ২০১৫
• মহাপরিচালক: অজয় মাথুর
নতুন ‘কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস’ হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সোনালি সিং
(B) পি.এল. সাহু
(C) শকুন্তলা দেবী
(D) ভারতী দাস
উ: ভারতী দাস।
ব্যাখ্যা: • তিনি অর্থ মন্ত্রকের ২৭তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে নিযুক্ত হয়েছেন, যিনি ভারত সরকারের অ্যাকাউন্টিং সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা৷
U-23 Wrestling World Championship এ ভারতের প্রথম GrecoRoman পদক কে জিতলেন?
(A) সজন ভানওয়ালা
(B) সাগর জগলান
(C) আমান সেহরাওয়াত
(D) অন্তিম পাঙ্গল
উ: সজন ভানওয়ালা।
ব্যাখ্যা: • ভারতের Greco-Roman কুস্তিগীর সজন ভানওয়ালা ৭৭কেজি বিভাগে ভারতের হয়ে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন।
• তিনি U-23 Wrestling World Championship এ ভারতের প্রথম গ্রিকো-রোমান পদক জিতলেন৷
• ইউক্রেনের দিমিত্রো ভাসেটস্কিকে হারিয়ে ঐতিহাসিক পদকটি জিতলেন এই কুস্তিগীর৷
কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য চালু করা ‘ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টাল’-টির নাম কী?
(A) Kalyan
(B) Bhavishya
(C) Jeevan
(D) SANKALP
উ: Bhavishya
ব্যাখ্যা: • ভারত সরকার কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ‘BHAVISHYA’ নামে একটি সমন্বিত পেনশনার পোর্টাল চালু করেছে।
• এই পোর্টালটি পেনশনভোগীদের সকল প্রয়োজনের জন্য একটি অবিরাম সমাধান হিসাবে কাজ করবে৷
অন্যান্য→ ১৯ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 19th October 2022 Current Affairs | Banglasuggestion
→ গান্ধীজী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন জিকে প্রশ্ন | Bangla GK Questions | Banglasuggestion
BCCL এর সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রজার বিনি
(B) সুনীল গাভাস্কার
(C) মদন লাল
(D) মহিন্দর অমরনাথ
উ: রজার বিনি।
ব্যাখ্যা: • রজার বিনি, ১৯৮৩ সালের ভারতের ওয়ার্ড কাপ বিজয়ে সর্বোচ্চ উইকেট গ্রহণকারী।
• ৩৬তম ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ (BCCI)-এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি৷
• তিনি ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডেতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন৷
সম্প্রতি কে পুরুষদের Ballon d’Or পুরস্কার জিতে নিয়েছেন?
(A) রবার্ট লেভান্ডোস্কি
(B) মোহাম্মদ সালাহ
(C) করিম বেনজেমা
(D) ক্রিশ্চিয়ানো রোনালদো
উ: করিম বেনজেমা।
ব্যাখ্যা: • রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা প্রথমবারের মতো পুরুষদের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছে৷
• ১৬ বছরে প্রথমবারের মতো, মেসি বা রোনাল্ডো কেউই Ballon d’Or পুরস্কারে পড়িয়াম ফিনিশ
করতে সক্ষম হননি।
মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) কোন বছরে অনুষ্ঠিত হতে চলেছে?
(A) ২০২২
(B) ২০২৪
(C) ২০২৬
(D) ২০২৩
উ: ২০২৩ সালে।
ব্যাখ্যা: • মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে।
• BCCI-এর ৯১তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করা হয়েছে। মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ সালে ২৬শে ফেব্রুয়ারি ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তির পরপরই শুরু হতে চলেছে৷
১১০ মিটারের হার্ডলেস ১৩ সেকেন্ডের নিচে সম্পন্ন করা প্রথম ভারতীয় হয়ে উঠলেন কে?
(A) রিথ আব্রাহাম
(B) জ্যোতি ইয়ারাজি
(C) দেবশ্রী মজুমদার
(D) অনুরাধা বিসওয়াল
উ: জ্যোতি ইয়ারাজি।
ব্যাখ্যা: • জ্যোতি ইয়ারাজি বেঙ্গালুরুতে ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের রেকর্ড ভেঙে ১১০ মিটার হার্ডলস ১৩ সেকেন্ডে সম্পন্ন করেছে।
• এই টুর্নামেন্টে রেলওয়ের হয়ে প্রতিনিধিত্ব করার সময় তিনি ১২.৮২ সেকেন্ডে জয়লাভ করেছেন।
সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।
[su_note]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]