কবে দেওয়া হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট – জানিয়ে দেওয়া হলো সঠিক তারিখ

hs result 2022

2022 সালের উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় আপডেট তোমাদের রেজাল্ট আগামী ১০ই জুন অর্থাৎ শুক্রবার সকাল ১১ টার সময় প্রকাশ করা হচ্ছে। কিভাবে রেজাল্ট দেখবে কোন কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবং তোমরা হতে মার্কশিট কবে পাবে এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আজকে পেয়ে যাবে যদি এই তথ্যটি শেষ পর্যন্ত পড়ো।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর তরফ থেকে আজকেই একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। যেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে ১০ই জুন অর্থাৎ আগামী শুক্রবার উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আউট হবে। সকাল ১১ টার সময় কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। অর্থাৎ ১১ টার মধ্যে বিদ্যাসাগর ভবনে প্রেস কনফারেন্স এর মাধ্যমে প্রথম ১০ এর মধ্যে কে কে রয়েছে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে।

তার পরেই ১১.৩০ টার সময় তোমাদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইট দিয়ে দেওয়া হবে। তারপর তোমরা ঘরে বসেই অনলাইনে নিজেদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে।

একই সাথে জানা যাচ্ছে ওই ১০ জুন ২০২২ অর্থাৎ শুক্রবারেই কিন্তু তোমরা তোমাদের মার্কশিট নিজেদের স্কুল থেকে হাতে পেয়ে যাবে।

কারণ, সকাল ১১ টার মধ্যেই স্কুলের যে প্রতিনিধিরা রয়েছে তারা বিভিন্ন যে ক্যাম্প অফিস সেখানে হাজির হয়ে যাবেন। এবং সেখান থেকে তোমাদের মার্কশিট গুলি কালেক্ট করে স্কুলে ফিরে আসবেন। এবং সেই মার্কশিট নিয়ে আসতে যেটুকু সময় সেই সময়ের গ্যাপের পরেই কিন্তু তোমাদের নিজেদের নিজেদের স্কুল থেকে মার্কশিট দিয়ে দেওয়া হবে।

কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারবে?

এবার জেনে নেব বোর্ড কোন কোন ওয়েবসাইটের কথা বলছে যেখান থেকে উচ্মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট চেক করতে পারবে।

wbresults.nic.in এই ওয়েবসাইট টি কিন্তু সব থেকে সেরা তোমাদের উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্যে। এই ওয়েবসাইটে ১০ই জুন অর্থাৎ আগামী শুক্রবার সকাল ১১.৩০ টার সময় ভিজিট করে কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে।

তোমাদের একটি কথা জানিয়ে দিই যে SMS এর মাধ্যমে রেজাল্ট না দেখাই ভালো। কারণ SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে গেলে যে এসএমএস করতে হয় তার ব্যালেন্স কিন্তু মেইন একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এছাড়াও SMS এর মাধ্যমে রেজাল্ট আসতে অনেক দেরিও কিন্তু হয়।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্যে শুধু একটিমাত্র ওয়েবসাইট নেই এছাড়াও কিন্তু আরো ওয়েবসাইট রয়েছে যেখানে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। সেগুলি হল

i) http://wbresults.nic.in
ii) www.exametc.com
iii) www.results.shiksha
iv) www.indiarcsults.com
v) www.jagranjosh.com
vi) www.technoindiagroup.com
vii) https://abpananda.abplive.in
viii) www.ncws18bangla.com
ix) abpeducation.com
x) www.aajkaal.in
xi) https://bangla.hindustantimes.com/
xii) https://www.indiatoday.in/education-today

উপরে কিন্তু অনেকগুলি ওয়েবসাইট আমি তোমাদের দিয়ে দিলাম যেখান থেকে বোর্ড ঘোষণা করেছে যে উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে।

অন্যান্য:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

কিন্তু এই সমস্ত ওয়েবসাইটের থেকে সব থেকে বেশি ভালো ওয়েবসাইটটি কিন্তু আমি তোমাদের উপরেই বলে দিয়েছি যেটি হল wbresults.nic.in ।

অন্যান্য:- 5 টি সেরা ব্যাংকের চাকরি যেগুলির ভ্যাকেন্সি প্রতিবছর বের হয় – Top 5 Banking Jobs

তো আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে যেই তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ ১০ জুন সেই তারিখেই কিন্তু তোমাদের স্কুল থেকে অরিজিনাল মার্কশিট তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে।

Back to top button