১৯ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 19th October 2022 Current Affairs | Banglasuggestion

Current Affairs

আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।

19th October 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ | Current Affairs

সম্প্রতি প্রয়াত ওরাল রিহাইড্রেশন থেরাপির ব্যবহার এবং ওরাল রিহাইড্রেশন সলিউশন (ORS) এর বিকাশের পথপ্রদর্শকের নাম কি?

(A) ডাঃ লক্ষ্মীকান্ত
(B) ডাঃ দিলীপ মহলানবিস
(C) ডাঃ অঞ্জন ভট্টাচার্য
(D) ডাঃ মনোজ গুপ্ত

উ: ডাঃ দিলীপ মহলানবিস।

ব্যাখ্যা: • প্রখ্যাত চিকিৎসক ডাঃ দিলীপ মহলানাবিস ১৬ই অক্টোবর ২০২২-এ প্রয়াত হলেন।

• ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিমবঙ্গে লক্ষাধিক বাংলাদেশী উদ্বাস্তুদের চিকিৎসার সময় তিনি প্রথমবার ORS ব্যবহার করেছিলেন৷

• ওরাল রিহাইড্রেশন থেরাপি হল ডিহাইড্রেশন প্রতিরোধ ও চিকিত্সার জন্য ব্যবহৃত একটি সমাধান৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় দুই দিনের ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২’-এর উদ্বোধন করেছেন?

(A) নয়া দিল্লী
(B) মুম্বাই
(C) আহমেদাবাদ
(D) চেন্নাই

উ: নয়া দিল্লী।

ব্যাখ্যা: • প্রধানমন্ত্রী মোদী ১৭ই অক্টোবর ২০২২ এ নয়াদিল্লিতে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনের প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেছেন।

• ইভেন্টের লক্ষ্য কৃষকদের জীবন সহজ করা, তাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং উন্নত কৃষি পদ্ধতি প্রচার করা৷

সম্প্রতি কে ভারতের ৫০তম প্রধান বিচারপতি (CJI) হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) উদয় উমেশ ললিত
(B) বিজন কুমার মুখোপাধ্যায়
(C) YV চন্দ্রচুদ
(D) DY চন্দ্রচূড়

উ: DY চন্দ্রচূড়।

ব্যাখ্যা: • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১৭ই অক্টোবর ২০২২-এ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ভারতের নতুন প্রধান বিচারপতি (CJI) হিসাবে নিযুক্ত করেছেন৷

• বিচারপতি চন্দ্রচূড় ৫০তম প্রধান বিচারপতি হিসাবে ৯ই নভেম্বর ২০২২-এ দায়িত্ব গ্রহণ করবেন।

• তিনি বর্তমান CJI বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন৷

• বিচারপতি চন্দ্রচূড় ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন।

• তার পিতা বিচারপতি Y.V. চন্দ্রচূড় ছিলেন ভারতের ১৬তম প্রধান বিচারপতি৷

• তিনি দীর্ঘতম মেয়াদের প্রধান বিচারপতি ছিলেন (৭ বছর, ৪ মাস)।

কোন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলী?

(A) বন্ধন ব্যাঙ্ক
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(C) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
(D) HDFC ব্যাঙ্ক

উ: বন্ধন ব্যাঙ্ক।

ব্যাখ্যা: • বন্ধন ব্যাঙ্ক দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ৩৪টি জুড়ে রয়েছে।

• এবং এর ৫,৬৪৪টি ব্যাঙ্কিং আউটলেটের রয়েছে।

• বন্ধন ব্যাঙ্ক:

• প্রতিষ্ঠিত: ২০১৫
• প্রতিষ্ঠাতা এবং CEO: চন্দ্র শেখর ঘোষ
• সদর দপ্তর: কলকাতা

অন্যান্য→ ১৮ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 18th October 2022 Current Affairs | Banglasuggestion

→ ১৫ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 15th October 2022 Current Affairs | Banglasuggestion

উলফ ক্রিস্টারসন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন?

(A) সুইডেন
(B) ডেনমার্ক
(C) ইটালী
(D) জার্মানি

উ: সুইডেন।

ব্যাখ্যা: • রক্ষণশীল নেতা উলফ ক্রিস্টারসন ২০২২ সালের ১৭ই অক্টোবর সুইডেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন৷

• সুইডেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগডালেনা অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

• অ্যান্ডারসন ২০২১ সালে সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন৷

• সুইডেনের রাজধানী: স্টকহোম

মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে ভারতের স্থান কত?

(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুৰ্থ

উ: তৃতীয়।

ব্যাখ্যা: • কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী ড. এল মুরুগান সম্প্রতি ঘোষণা করেছেন যে মাছ উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে।

• চীনের পরে ভারত বিশ্বের ৩য় বৃহত্তম মাছ উৎপাদনকারী৷

NATO উত্তর-পশ্চিম ইউরোপে সম্প্রতি কোন দীর্ঘ-পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া শুরু করেছে?

(A) CAPABLE DEPLOYER
(B) Steadfast Noon
(C) EU NAVFOR
(D) Atalanta Assets

উ: Steadfast Noon

ব্যাখ্যা: • NATO ২০২২ সালের ১৭ই অক্টোবর উত্তর-পশ্চিম ইউরোপে তার দীর্ঘ-পরিকল্পিত বার্ষিক পারমাণবিক মহড়া “Steadfast Noon” শুরু করেছে।

• ২০২২ সালে বেলজিয়াম দ্বারা হোস্ট করা এই মহড়ায় ৩০টি NATO সদস্যের মধ্যে ১৪টি দেশ অংশগ্রহণ করছে।

• মহড়াটি চলবে ৩০শে অক্টোবর পর্যন্ত৷

• NATO এর সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলসে৷

সম্প্রতি কে ‘বুকার প্রাইজ ২০২২’ জিতে নিয়েছে?

(A) ক্লেয়ার কিগাম
(B) এলিজাবেথ স্ট্রাউট
(C) শেহান করুণাতিলাকা
(D) নোভায়োলেট বুলাওয়েও

উ: শেহান করুণাতিলাকা।

ব্যাখ্যা: • শ্রীলঙ্কার লেখক শেহান করুণাতিলাকা “The Seven Moons of Maali Almeida”-এর জন্য বুকার প্রাইজ জিতে নিয়েছেন৷

• করুণাতিলাকা দ্বিতীয় শ্রীলঙ্কান যিনি এই পুরস্কার
পেয়েছেন৷

• বইটিতে মালি আলমেইদা নামক একজন
ফটোগ্রাফারের গল্প রয়েছে।

সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।

[su_note]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]

Back to top button