১৫ সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 15th September 2022 Current Affairs in Bengali
Current Affairs in Bengali: চলে এসেছি একদম নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেগুলি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিকারীদের জন্যে সত্যিই অনেক সাহায্যকর হবে। বাংলা সাজেশন সাইটের লক্ষ্য হলো চাকরির পরীক্ষার জন্যে প্রস্তুতি এবং চাকরির পরীক্ষার সাজেশন গুলি বিচার বিশ্লেষণ করে তুলে ধরা। চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরণের জিকে থেকে শুরু করে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন থাকে। কিন্তু এরই মধ্যে সবথেকে বেশি যে বিষয়টি সব ক্ষেত্রে থাকে সেটি হলো দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। যা প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। তাই জন্যে আমাদের সাইটের লক্ষ্য হলো তোমাদের কাছে প্রতি দিনের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলি পৌঁছে দেয়া। আজকে তাই জন্যে নিয়ে চলে এসেছি ১৫ সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স (15th September 2022 Current Affairs in Bengali).
Daily Current Affairs & GK in Bengali 2022 | General Knowledge & Awareness in Bengali | KP Constable & Lady Constable 2022 | WBCS | WBP Main | WBPSC Current GK 2022 | WBP static gk class
1. নিম্নের কে সম্প্রতি ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২২ জয়ী হলেন ?
A) ম্যাক্স ভার্স্টাপেন
B) লুইস হ্যামিলটন
C) চার্লস ল্যক্নের
D) সার্জিও পেরেজ
উঃ A) ম্যাক্স ভার্স্টাপেন
»Formula One championship leader Red Bull’s Max Verstappen wins Italian Grand Prix 2022.
Grand Prix Bahrain Grand Prix 2022 → |
Winner Charles Leclerc |
2. কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি প্রথমবারের জন্য ‘Naga Mircha Festival’ উদযাপন করলো ?
A) পদুচেরি
B) জম্মু ও কাশ্মীর
C) নাগাল্যান্ড
D) মেঘালয়
উঃ C) নাগাল্যান্ড
⇒ In a first of its kind in Nagaland, Naga Mircha (Naga King Chilli) Festival 2022 was organised at Seiyhama Village under Kohima district. The festival was sponsored by the Department of Horticulture.
3. ২০২২ সালে কোন তারিখে পালিত হয় ‘World First Aid Day’?
A) 14th September
B) 15th September
C) 16th September
D) 10th September
উঃ D) 10th September
⇒ World First Aid Day is celebrated every year on the second Saturday of September.
⇒ এই বছর, বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস ১০ ই সেপ্টেম্বর পড়েছে ।
⇒ The theme for World First Aid Day 2022 is “Lifelong First Aid Learning”.
4. কোন রাজ্যের মুক্ষমন্ত্রী সম্প্ৰতি ‘Residents Safety & Security’ পোর্টাল চালু করেছেন ?
A) মেঘালয়
B) ঝড়খন্ড
C) ছত্তিশগড়
D) রাজস্থান
উঃ A) মেঘালয়
⇒ The online portal of the Meghalaya Residents Safety and Security Act was launched by Chief Minister Conrad K. Sangma.
5. কোনটি সম্প্রতি কোয়ান্টাম নেটওয়ার্কে যোগদানকারী প্রথম ভারতীয় প্রতিষ্ঠান হয়ে উঠেছে?
A) IIT Delhi
B) IIT Madras
C) IIT Kharagpur
D) IISc Bangalore
উঃ B) IIT Madras
⇒ The Indian Institute of Technology, Madras (IIT-Madras) has joined the IBM Quantum Network, and has become the first Indian institute to join IBM Quantum Network.
6. প্রধানমন্ত্রী কোথায় সম্প্রতি ‘World Dairy Summit 2022′ এর উদ্বোধন করলেন ?
A) কার্নাল
B) চেন্নাই
C) গ্রেটার নয়ডা
D) নিউ দিল্লি
উঃ C) গ্রেটার নয়ডা
⇒ Prime Minister Narendra Modi inaugurated International Dairy Federation World Dairy Summit (IDF WDS) 2022 organised at India Expo Centre & Mart, Greater Noida.
7. নিম্নের কে ‘মিস আর্থ ইন্ডিয়া 2022’ – এর মুকুট পেলেন ?
A) সিনি শেঠি
B) রশ্মি মাধুরী
C) হারনাজ সান্ধু
D) বংশিকা পারমার
উঃ D) বংশিকা পারমার
⇒ Vanshika Parmar crowned as Miss Earth India 2022
⇒ মিস আর্থ ইন্ডিয়া 2021 রশ্মি মাধুরী মিস আর্থ ইন্ডিয়া 2022 এর বিজয়ী বংশিকা পারমারের কাছে তার মুকুট তুলে দিয়েছেন।
৪. সম্প্রতি দুই দিনের “ National Defense MSME Conclave ” কোথায় শুরু হয়েছে ?
A) চেন্নাই
B) বেঙ্গালুরু
C) কোলকাতা
D) কোটা
উঃ D) কোটা
⇒ The two-day National Defense MSME Conclave and Exhibition began in Kota, Rajasthan.
- Best Book for WBCS in Bengali & English | WBCS Booklist in Bengali | WBCS এর সেরা বইয়ের লিস্ট
- কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for KP Constable Exam | KP & WBP
9. সম্প্ৰতি A.N. Shamseer কোন রাজ্যের বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন?
A) কেরলা
B) হরিয়ানা
C) তেলেঙ্গানা
D) বিহার
উঃ A) কেরলা
⇒ A. N. Shamseer elected Speaker of the Kerala Assembly. 24th Speaker of the Kerala Assembly.
10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘Cinematic Tourism Policy’ লঞ্চ করলেন ?
A) মেঘালয়
B) পাঞ্জাব
C) গুজরাত
D) পশ্চিমবঙ্গ
উঃ C) গুজরাত
⇒ Gujarat Chief Minister Bhupendra Patel announces Gujarat’s first ever ‘Cinematic Tourism Policy’.
প্রশ্ন: WHO সম্প্রতি কোন রাজ্যের সঙ্গে পার্টনার করলো স্বাস্থ্য অ্যাকাউন্ট তৈরি করতে ?
A) মেঘালয়
B) রাজস্থান
C) মিজোরাম
D) পশ্চিমবঙ্গ
উঃ B) রাজস্থান
⇒ WHO partners with Government of Rajasthan to create health accounts.
⇒ স্বাস্থ্য অ্যাকাউন্টগুলি ব্যয় নিরীক্ষণ করতে এবং অতীতের ব্যয় থেকে অন্তর্দৃষ্টি প্রদান করতে সহায়তা করে যাতে প্রশাসকদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে পরিকল্পনা এবং সম্পদের বরাদ্দ উন্নত করতে সক্ষম করে।
প্রশ্ন: বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day) পালিত হয় প্রতিবছর কোন তারিখে ?
A) ৩১ শে মে
B) ৩০ শে মে
C) ২ রা জুন
D) ১ লা জুন
উঃ D) ১ লা জুন
⇒ World Milk Day has been celebrated every year on 1st June.
⇒ The day was established by the Food and Agriculture Organisation of the United Nations in 2001.
প্রশ্ন: কোন তারিখে ‘Goa Statehood day’ পালিত হয় ?
A) ১ লা জুন
B) ৩১ শে মে
C) ৩০ শে মে
D) ১৫ ই জুলাই
উঃ C) ৩০ শে মে
⇒ On 30th May in 1987, Goa became the 25th State of the Union of India.
-:মনে রেখো:- ⇒ মুখ্যমন্ত্রী : প্রমোদ সাওয়ান্ত |
প্রশ্ন: কোন তারিখে পালিত হয় তেলেঙ্গানা গঠন দিবস (Telangana Formation Day)?
A) ৩১ শে মে
B) ৩০ শে মে
C) ২ রা জুন
D) ১ লা জুন
উঃ C) ২ রা জুন
⇒ The state of Telangana was officially formed on 2nd June 2014.
প্রশ্ন: প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস ?
A) ৫ ই জুলাই
B) ৫ ই অগাস্ট
C) ৫ ই জুন
D) ৫ ই সেপ্টম্বর
উঃ C) ৫ ই জুন
⇒ Every year, World Environment Day is observed on 5th June.
- ৪০ টি গুরুত্বপূর্ন বাংলা জিকে প্রশ্ন | 40 Important Bangla GK Questions | GK In Bangla | KP, WBP
- কোন কোন রোগের জন্যে কোন কোন টেস্ট | গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (Science GK)
এই ধরণের বিভিন্ন আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্যে যুক্ত থাকুন আমাদের সাইট বাংলা সাজেশনের সাথে।