১৫ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 15th October 2022 Current Affairs | Banglasuggestion

Current Affairs

আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।

15th October 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs 2022

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (IPU) কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) অধীর রঞ্জন চৌধুরী
(B) অপরাজিতা সারঙ্গী
(C) কিরেন রিজিজু
(D) অনুরাগ ঠাকুর

উ: অপরাজিতা সারঙ্গী।

ব্যাখ্যা: • ভুবনেশ্বরের লোকসভা সদস্য, অপরাজিতা সারঙ্গী ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (IPU) কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন৷

• রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ১৮টির মধ্যে ১২টি ভোট পেয়েছেন৷

অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (AIU) সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদকে তিন বছরের জন্য ব্যান করেছে?

(A) কর্মলপ্রীত কৌর
(B) সাক্ষী মালিক
(C) অঞ্জলি ভাগবত
(D) দুতি চাঁদ

উ: কর্মলপ্রীত কৌর।

ব্যাখ্যা: • নিষিদ্ধ পদার্থ স্ট্যানোজোলল ব্যবহারের জন্য অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট (AIU) ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌরকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে।

• কমলপ্রীত ২০২১ সালের টোকিও অলিম্পিকে ৬৩.৭০ মিটার সেরা থ্রো করে ষষ্ঠম স্থান অর্জন করেছিলেন।

• তিনি তৃতীয় ভারতীয় অ্যাথলিট যাকে ২০২২ সালে AIU দ্বারা সাসপেন্ড করা হয়েছে।

• এর আগে স্প্রিন্টার ধনলক্ষ্মী এবং ডিসকাস থ্রোয়ার নভজিৎ কৌরকেও ব্যান করা হয়েছে।

কোন দিনটিতে ২০২২ সালের বিশ্ব দৃষ্টি দিবস পালিত হল?

(A) ১৩ই অক্টোবর
(B) ১৪ই অক্টোবর
(C) ১৫ই অক্টোবর
(D) ১৬ই অক্টোবর

উ: ১৩ই অক্টোবর।

ব্যাখ্যা: • প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়৷

• ২০২২ সালে, এটি ১৩ই অক্টোবর পালন করা হচ্ছে।

• এই দিনটি দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে পালিত হয়৷

• এটি মূলত ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ‘সাইট ফার্স্ট ক্যাম্পেইন’ দ্বারা শুরু হয়েছিল।

• ২০২২ সালের থিম : ‘Love Your Eyes’

অন্যান্য → ১৪ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 14th October Current Affairs | Banglasuggestion

→ ১২ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th October Current Affairs | Banglasuggestion

→ ১৬ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 16th October 2022 Current Affairs | Banglasuggestion

২০২৩ সালের অক্টোবরে নিচের কোন রাজ্য ৩৭তম ন্যাশনাল গেমসের হোস্ট করবে?

(A) মহারাষ্ট্র
(B) পশ্চিমবঙ্গ
(C) মণিপুর
(D) গোয়া

উ: গোয়া।

ব্যাখ্যা: • ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) ঘোষণা করেছে যে গোয়া ২০২৩ সালের অক্টোবরে ন্যাশনাল গেমসের ৩৭তম সংস্করণ হোস্ট করবে।

• ৩৫তম ন্যাশনাল গেমস ২০১৫ সালে কেরালায় অনুষ্ঠিত হয়েছিল এবং গোয়ার নভেম্বর ২০১৬-তে ৩৬তম নাতিনাল গেমস হোস্ট করার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি৷

• ২৯শে সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর ২০২২ এর মধ্যে গুজরাটে ৩৬তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত

বিপন্ন স্লেন্ডার লরিসের জন্য কোন রাজ্যে ভারতের প্রথম অভয়ারণ্য স্থাপন করা হবে?

(A) আসাম
(B) তামিলনাড়ু
(C) মধ্য প্রদেশ
(D) রাজস্থান

উ: তামিলনাড়ু।

ব্যাখ্যা: •তামিলনাড়ু সরকার রাজ্যের করুর এবং ডিন্ডিগুল জেলায় বিপন্ন স্লেন্ডার লরিসের জন্য ভারতের প্রথম অভয়ারণ্য স্থাপন করেছেন।

• স্লেন্ডার লরিসগুলি ভারত এবং শ্রীলঙ্কার স্থানীয় লরিসের একটি প্রজাতি।

নিচের কোন প্রতিষ্ঠান ‘Colposcope’ নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম ডিভাইস তৈরি করছে?

(A) PGIMER চণ্ডীগড়
(B) AIIMS নয়াদিল্লি
(C) NIMHANS বেঙ্গালুরু
(D) CMC ভেলোর

উ: AIIMS নয়াদিল্লি।

ব্যাখ্যা: • AIIMS নয়াদিল্লি কলপোস্কোপ নামে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম ডিভাইস তৈরি করছে।

• এটি মহিলাদের জরায়ুর ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করা হবে৷

• সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HVP) সংক্রমণের কারণে সার্ভিকাল ক্যান্সার হয়৷

• প্রতি বছর, ভারতে আনুমানিক ১,২০,০০০ মহিলা সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭৭,০০০ এরও বেশি মহিলা মারা যান৷

বিচারপতি পঙ্কজ মিত্তল সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন?

(A) কর্ণাটক হাইকোর্ট
(B) রাজস্থান হাইকোর্ট
(C) এলাহাবাদ হাইকোর্ট
(D) জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট

উ: রাজস্থান হাইকোর্ট।

ব্যাখ্যা: • ভারত সরকার, সাংবিধানিক বিধান অনুসারে, বিচারপতি পঙ্কজ মিত্তালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছে।

• তিনি ১৯৮৫ সালে উত্তর প্রদেশের বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং তখন থেকে এলাহাবাদ হাইকোর্টে অনুশীলন করেন৷

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস কবে পালিত হয়?

(A) ১০ই অক্টোবর
(B) ২০শে অক্টোবর
(C) ১৫ই অক্টোবর
(D)১৩ই অক্টোবর

উ: ১৩ই অক্টোবর।

ব্যাখ্যা: • বিশ্বব্যাপী দুর্যোগের প্রস্তুতি বৃদ্ধি ও দুর্যোগ-বিপর্যয় সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়৷

• দিনটি প্রথম ১৯৮৯ সালে পালিত হয়েছিল৷

সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।

[su_note]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]

Back to top button