১৪ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 14th October Current Affairs | Banglasuggestion
আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।
14th October 2022 Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ | Banglasuggestion
কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়?
(A) ১লা অক্টোবর
(B) ৫ই অক্টোবর
(C) ৩রা অক্টোবর
(D) ২রা অক্টোবর
উ: ৫ই অক্টোবর
ব্যাখ্যা: • বিশ্ব শিক্ষক দিবস (আন্তর্জাতিক শিক্ষক দিবস নামেও পরিচিত) প্রতি বছর ৫ই অক্টোবর পালিত হয়৷
• এটি শিক্ষার্থীদের শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার উদ্দেশ্যে পালিত হয়৷
• UNESCO ১৯৯৪ সালে ৫ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে৷
• ২০২২ সালের থিম: “The transformation of education begins with teachers |
নিম্নোক্ত কে ২০২২ সালের জন্য ‘শানমুঘা আর্টস, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ একাডেমি (SASTRA) রামানুজন পুরস্কার’ জিতেছেন?
(A) ইউনকিং ট্যাং
(B) শাই এভরা
(C) অ্যাডাম হারপার
(D) ইফেং লিউ জ্যাক থর্ন
উ: ইউনকিং ট্যাং
ব্যাখ্যা: • ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক ইউনকিং ট্যাং এই পুরস্কারটি জিতে নিয়েছেন৷
• পুরস্কারটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যাতে ১০,০০০ ডলারের নগদ পুরস্কার প্রদান করা হয়।
• এটি প্রতি বছর ৩২ বছর বা তার কম বয়সী ব্যক্তিদের উপস্থাপন করা হয়৷
সম্প্রতি কে জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ ‘ন্যানসেন শরণাথা পুরস্কার’ জিতে নিলেন?
(A) ডোনাল্ড ট্রাম্প
(B) এ্যাঞ্জেলা মার্কেল
(C) জাস্টিন ট্রুডো
(D) ইমানুয়েল ম্যাক্রন
উ: এ্যাঞ্জেলা মার্কেল।
ব্যাখ্যা: • প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ৪ঠা অক্টোবর ২০২২-এ জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ ন্যানসেন পুরস্কার জিতে নিয়েছেন৷
• ২০১৫ এবং ২০১৬ সালে জার্মানিতে ১.২ মিলিয়নেরও বেশি শরণার্থী এবং আশ্রয়প্রার্থীকে স্বাগত জানানোর জন্য তিনি পুরস্কৃত হয়েছেন৷
• ন্যানসেন অ্যাওয়ার্ড ১৯৫৪ সালে প্রথম জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার (UNHCR), ফ্রিডটজফ ন্যানসেনের সম্মানে প্রদান করা হয়েছিল৷
সম্প্রতি কে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের ২০২২ সালের ‘দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল’ পেয়েছেন?
(A) জর্জ হেলু
(B) জুডিথ টি কার্পেন
(C) রক্সি ম্যাথিউ কোল
(D) ফরিদ সালামা
উ: রক্সি ম্যাথিউ কোল।
ব্যাখ্যা: • পুনে-ভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির (IITM) বিজ্ঞানী রক্সি ম্যাথিউ কোল আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের ২০২২ সালের দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল পেয়েছেন৷
• পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞানে তার অসামান্য গবেষণার জন্য তিনি নির্বাচিত হয়েছেন৷
অন্যান্য→ ১৩ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 13th October Current Affairs | Banglasuggestion
→ ২ আগস্ট ২০২২ এর কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali | Banglasuggestion
→ ১৬ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 16th October 2022 Current Affairs | Banglasuggestion
সম্প্রতি কোন দল ২০২২ সালের ‘ইরানি কাপ’ জিতে নিয়েছে?
(A) রেস্ট অফ ইন্ডিয়া
(B) সৌরাষ্ট্র
(C) মুম্বাই
(D) বেঙ্গল
উ: রেস্ট অফ ইন্ডিয়া।
ব্যাখ্যা: • রেস্ট অফ ইন্ডিয়া (ROI) দল সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সৌরাষ্ট্রকে ৮ উইকেটে পরাজিত করে, ৪ঠা অক্টোবর ২০২২-এ ইরানি কাপ শিরোপা জিতে নিয়েছে৷
• এটি ছিল রেস্ট অফ ইন্ডিয়ার ২৯তম ইরানি ট্রফি শিরোপা।
• ইরানি কাপ ভারতের একটি টেস্ট ম্যাচ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট।
• এটি প্রতি বছর রনজি ট্রফি বিজয়ী এবং রেস্ট অফ ইন্ডিয়া ক্রিকেট দলের মধ্যে খেলা হয়৷
• প্রথম খেলা হয়েছিল ১৯৫৯-৬০ সালে৷
তেলেঙ্গানা সরকার তফসিলি উপজাতিদের (ST) জন্য কোটা ৬% থেকে বাড়িয়ে কত করেছে?
(A) ১৫%
(B) ৩৩%
(C) ২২%
(D) ১০%
উ: ১০%।
ব্যাখ্যা: • তেলেঙ্গানা সরকার অবিলম্বে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি পরিষেবাগুলিতে তফসিলি উপজাতিদের (ST) জন্য সংরক্ষণ ৪ শতাংশ বাড়িয়েছে।
তেলেঙ্গানা :
মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও
রাজ্যপাল : তামিলিসাই সুন্দররাজন
রাজধানী : হায়দ্রাবাদ
নিম্নোক্ত কোন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘বন্দে মাতরম’ উদ্যোগ চালু করেছেন?
(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) বিহার
(D) মহারাষ্ট্র
উ: মহারাষ্ট্র।
ব্যাখ্যা: • মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ২রা অক্টোবর ২০২২-এ রাজ্যে বন্দে মাতরম উদ্যোগ চালু করেছিলেন।
• মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই উদ্যোগের সূচনা করা হয়েছে।
• এই উদ্যোগের অধীনে সরকারি কর্মচারীরা ‘Hello’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’ বলতে বাধ্য৷
অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ. ক্লজার এবং অ্যান্টন জেইলিংগার যৌথভাবে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতলেন?
(A) শান্তি
(B) ফিজিওলজি বা মেডিসিন
(C) পদার্থবিদ্যা
(D) রসায়ন
উ: পদার্থবিদ্যা।
ব্যাখ্যা: • ২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল জর্জিও প্যারিসি, ক্লাউস হাসেলম্যান এবং সিউকুরো মানবেকে৷
• ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়৷ সেই বছরের জন্য পুরস্কারটি ফ্রেডেরিক প্যাসি এবং জিন হেনরি ডুনান্টের মধ্যে ভাগ করা হয়েছিল।
সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।
[su_note]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]