১২ ই অক্টোবর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th October Current Affairs | Banglasuggestion
আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।
12th October Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
১) কোন দিনটিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়?
(A) ১১ই অক্টোবর
(B) ১৩ই অক্টোবর
(C) ১২ই অক্টোবর
(D) ১০ই অক্টোবর
উ: ১১ই অক্টোবর।
ব্যাখ্যা: • মেয়েদের ক্ষমতায়নের উদ্দেশ্যে প্রতি বছর ১১ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়৷
• এই দিবসটি ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং প্রথম ২০১২ সালে প্রথম পালিত হয়েছিল।
• ২০২২ সালের থিম : “Our time is now our rights our future”
২) নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি শ্রীনগরে চতুর্থ হেলি-ইন্ডিয়া সামিটের উদ্বোধন করেছেন?
(A) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
(B) অমিত শাহ
(C) জিতেন্দ্র সিং
(D) অনুরাগ ঠাকুর
উ: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
ব্যাখ্যা: • বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ী ১০ই অক্টোবর ২০২২ এ শ্রীনগরে চতুর্থ হেলি-ইন্ডিয়া সামিট ২০২২-এর উদ্বোধন করেছেন৷
• সম্মেলনের থিম: ‘Helicopters for last Mile Connectivity
• ২০২১ সালে উত্তরাখণ্ডের দেরাদুনে তৃতীয় হেলি-ইন্ডিয়া সামিটের আয়োজন করা হয়েছিল।
৩) ISRO এর কোন অরবিটারের এক্স-রে স্পেকট্রোমিটার প্রথমবারের মতো চাঁদে প্রচুর পরিমাণে সোডিয়ামের খোঁজ পেয়েছে?
(A) Chandrayaan-2
(B) Mangalyaan
(C) NISAR
(D) ASTROSAT
উ: Chandrayaan-2
ব্যাখ্যা: • চন্দ্রযান-২ অরবিটারের এক্স-রে স্পেকট্রোমিটার ‘CLASS’ প্রথমবারের মতো চাঁদে প্রচুর পরিমাণে সোডিয়াম ম্যাপ করেছে।
• স্পেকট্রোমিটারের খোঁজের ফলাফল ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত হয়েছিল।
• চন্দ্রযান-২ লঞ্চ হয়েছিল: ২২শে জুলাই ২০১৯
অন্যান্য → ১২ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th August 2022 Current Affairs | Banglasuggestion
→ ১৫ সেপ্টেম্বর ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 15th September 2022 Current Affairs in Bengali
৪) ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS)-এ নেতৃত্ব প্রদানকারী প্রথম ইউরোপীয় মহিলা কে হলেন?
(A) কায়লা ব্যারন
(B) সামান্থা ক্রিস্টোফোর্টি
(C) ভ্যালেন্টিনা তেরেশকোভা
(D) মেগান ম্যাকআর্থার
উ: সামান্থা ক্রিস্টোফোর্টি।
ব্যাখ্যা: • ইতালীয় মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) নেতৃত্ব প্রদানকারী প্রথম ইউরোপীয় মহিলা হয়ে উঠেছেন৷
• ৪৫ বছর বয়সী ক্রিস্টোফোটি ২০০৯ সালে ইতালির প্রথম মহিলা মহাকাশচারী হয়েছিলেন৷
৫) কোন রাজ্য সম্প্রতি কৃষকদের জন্য ‘HIMCAD’ নামে একটি নতুন স্কিম চালু করেছে?
(A) হরিয়ানা
(B) মধ্যপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) মহারাষ্ট্র
উ: হিমাচল প্রদেশ।
ব্যাখ্যা: • হিমাচল প্রদেশের কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য, রাজ্য সরকার ‘HIMCAD’ নামে একটি নতুন প্রকল্প লঞ্চ করেছে৷
• এই স্কিমটি ভাল জল সংরক্ষণ, শস্য বৈচিত্র্যকরণ এবং সমন্বিত চাষের জন্য কৃষকদের সাহায্য করবে।
• সাম্প্রতিক তথ্য অনুসারে, হিমাচল প্রদেশের প্রায় ৮০% কৃষি এলাকা বৃষ্টিনির্ভর৷
৬) RBI সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে?
(A) সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের
(B) IDBI ব্যাঙ্ক
(C) UCO ব্যাঙ্ক
(D) জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক
উ: সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের।
ব্যাখ্যা: • RBI পুনে-ভিত্তিক ‘সেবা বিকাশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড’-এর লাইসেন্স বাতিল করেছে।
• ব্যাঙ্কের CEO : এইচ টি মুলানি
৭) কাজাখস্তানে আস্তানা ওপেনের ফাইনালে সম্প্রতি কে তার ৯০তম ATP শিরোপা জিতে নিলেন?
(A) নোভাক জোকোভিচ
(B) ক্যামেরন নরি
(C) নিক কিরগিওস
(D) রজার ফেদারার
উ: নোভাক জোকোভিচ।
ব্যাখ্যা: • নোভাক জোকোভিচ ১০ই অক্টোবর ২০২২-এ কাজাখস্তানে আস্তানা ওপেনের ফাইনালে স্টেফানোস সিটসিপাসের বিরুদ্ধে জয়ের পর তার ৯০তম ATP শিরোপা জিতে নিয়েছেন৷
• এটি ছিল তার বছরের চতুর্থ শিরোপা।
৮) ৩৬তম জাতীয় গেমসে, মহিলাদের কায়াক ইভেন্টে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন?
(A) দীপা কর্মকার
(B) দীপিকা কুমারী
(C) শিখা চৌহান
(D) ঝুলন গোস্বামী
উ: শিখা চৌহান।
ব্যাখ্যা: • ৩৬ তম জাতীয় গেমসে, মধ্যপ্রদেশের শিখা চৌহান ১০ই অক্টোবর ২০২২-এ মহিলাদের কায়াক ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছেন৷
• পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার ইভেন্টে তার ষষ্ঠ স্বর্ণপদক জিতে নিয়েছেন শ্রীহরি নটরাজ।
সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।
[su_note]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]