১২ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th August 2022 Current Affairs | Banglasuggestion
12th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।
12th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
সম্প্রতি কাকে লাদাখের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘dPal rNgam Duston’ দ্বারা সম্মানিত করা হয়েছে?
(A) দালাই লামা
(B) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
(C) সত্যপাল মালিক
(D) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
উ: দালাই লামা।
ব্যাখ্যা: • তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে dPal rNgam Duston’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
• মানবতার জন্য তার অপরিসীম অবদানের জন্য তাকে সম্মানিত করা হয়েছে।
• লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল (LAHDC), দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়।
• এই পুরস্কারটি লাদাখের বীরদের অসাধারণ অবদান এবং কৃতিত্বের উদযাপনকে চিহ্নিত করে৷
কোন কোম্পানি ভারতের স্বাধীনতার ৭৫ বছরের যাত্রা উদযাপন করতে ‘ভারত কি উড়ান’ নামে একটি অনলাইন প্রকল্প চালু করেছে?
(A) Apple Inc.
(B) Google
(C) Meta
(D) Amazon Inc.
উ: Google
ব্যাখ্যা: • ভারতের স্বাধীনতার ৭৫ বছরের যাত্রা উদযাপন করতে Google ‘ভারত কি উড়ান’ নামে একটি অনলাইন প্রকল্প চালু করেছে৷
• এই প্রকল্পের অধীনে, Google গত ৭৫ বছরে উন্নতির দিকে ভারতের যাত্রা এবং ভারতের অবদানের বিষয়ে একটি অনলাইন প্রদর্শনী স্থাপন করবে।
সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি কার সাথে সম্প্রতি কমনওয়েলথ গেমস ২০২২-এ ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জিতলেন?
(A) অর্জুন এম.আর.
(B) চিরাগ শেট্টি
(C) কে.টি. রূপেশ কুমার
(D) কৃষ্ণ প্রসাদ গারাগা
উ: চিরাগ শেট্টি।
ব্যাখ্যা: • ৮ই আগস্ট ২০২২-এ ভারতের সাত্ত্বিক সাই রাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি CWG ২০২২-এ ব্যাডমিন্টন পুরুষদের ডাবলসের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন৷
• কমনওয়েলথ গেমসে এটিই প্রথম ভারতীয় পুরুষদের ডাবলস ব্যাডমিন্টন স্বর্ণ পদক৷
• ফাইনালে তারা বেন লেন এবং শন মেন্ডিকে ০-২ পয়েন্টে পরাজিত করেছেন৷
• এর আগে, পিভি সিন্ধু ৮ই আগস্ট CWG-তে মহিলাদের একক বিভাগে স্বর্ণপদক জিতেছেন৷
বার্মিংহামে ২০২২ সালের কমনওয়েলথ গেমস ৮ই আগস্ট ২০২২-এ সমাপ্ত হল। পদক তালিকায় ভারতের স্থান কত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
উ: চতুর্থ।
ব্যাখ্যা: • ভারত এই সিজনে ২২টি স্বর্ণ পদক, ১৬টি রৌপ্য পদক এবং ২৩টি ব্রোঞ্জ সহ মোট ৬১টি পদক নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে৷
• ভারত কুস্তিতে মোট ১২টি পদক জিতেছে, যা ২০২২ সালের কমনওয়েলথ গেমসে যেকোনো খেলায় সবচেয়ে বেশি পদক।
• অস্ট্রেলিয়া মোট ১৭৮টি পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে।
অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স → ৯ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 9th August 2022 Current Affairs | Banglasuggestion
→ ৬ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 6th August 2022 Current Affairs | Banglasuggestion
কোন দিনটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়?
(A) ১লা আগস্ট
(B) ৭ই আগস্ট
(C) ৯ই আগস্ট
(D) ৫ই আগস্ট
উ: ৯ই আগস্ট।
ব্যাখ্যা: • বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সচেতনতা বৃদ্ধি এবং সুরক্ষার জন্য প্রতি বছর ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়৷
• ২০২২ সালের থিম : “The Role of Indigenous Women in the Preservation and Transmission of Traditional Knowledge”|
কোন শহরে, ১৮-২২শে অক্টোবর পর্যন্ত DefExpo-এর ১২ তম সংস্করণ অনুষ্ঠিত হবে?
(A) মুম্বাই
(B) ভোপাল
(C) গুরুগ্রাম
(D) গান্ধীনগর
উ: গান্ধীনগর।
ব্যাখ্যা: • DefExpo স্থল, নৌ এবং হোমল্যান্ড নিরাপত্তা ব্যবস্থার উপর এশিয়ার বৃহত্তম এক্সিবিশন৷
• DefExpo ২০২২ এর থিম হল ‘Path to Pride’
অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স:- ১৩ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th August 2022 Current Affairs | Banglasuggestion
প্রণব ভেঙ্কটেশ সম্প্রতি ভারতের কত তম গ্র্যান্ডমাস্টার হলেন?
(A) ৭০তম
(B) ৭৮তম
(C) ৭৫তম
(D) ৭২তম
উ: ৭৫তম।
ব্যাখ্যা: • প্রণব ৭ই আগস্ট ২০২২-এ মাত্র ১৫ বছর বয়সে ভারতের ৭৫তম গ্র্যান্ডমাস্টার হলেন৷
• গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করতে তিনি সম্প্রতি লিঙ্কডিয়া ওপেন জিতেছেন৷
কোন দিনটিতে নাগাসাকি দিবস পালিত হয়?
(A) ৯ই আগস্ট
(B) ১০ই আগস্ট
(C) ৬ই আগস্ট
(D) ৮ই আগস্ট
উ: ৯ই আগস্ট।
ব্যাখ্যা: • প্রতি বছর ৯ই আগস্ট নাগাসাকি দিবস পালিত হয়।
• ১৯৪৫ সালের ৯ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে৷
• বোমাটির কোড-নাম ছিল “ফ্যাট ম্যান”।
• এর ফলে প্রায় ৭৪,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল।
কোন দেশের দল সম্প্রতি ৪৪তম দাবা অলিম্পিয়াডে পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে?
(A) উজবেকিস্তান
(B) জার্মানি
(C) রাশিয়া
(D) পাকিস্তান
উ: উজবেকিস্তান।
ব্যাখ্যা: • ৪৪ তম দাবা অলিম্পিয়াড|২৮শে জুলাই চেন্নাইতে শুরু হয়ে ৯ই আগস্ট ২০২২-এ শেষ হয়েছে।
• পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে উজবেকিস্তান দল।
• দাবা অলিম্পিয়াডের পরবর্তী সংস্করণ ২০২৪ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে৷
কোন আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় সম্প্রতি তার অবসরের ঘোষণা করেছেন?
(A) ইগা সোয়াটেক
(B) স্টেফি গ্রাফ
(C) সেরেনা উইলিয়ামস
(D) মার্টিনা নাভারতিলভ
উ: সেরেনা উইলিয়ামস।
ব্যাখ্যা: • আমেরিকান কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ৯ই আগস্ট ২০২২-এ টেনিস থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন৷
• তিনি মোট ২৩টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন৷
২০২১-২২ সিজনের জন্য AIFF পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে?
(A) ভাইচুং ভুটিয়া
(B) সন্দেশ ঝিংগান
(C) সুনীল ছেত্রী
(D) গুরপ্রীত সিং সান্ধু
উ: সুনীল ছেত্রী।
ব্যাখ্যা: • মনীষা কল্যাণ এবং সুনীল ছেত্রীকে ২০২১-২২ সিজনের জন্য যথাক্রমে AIFF মহিলা এবং পুরুষদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে।
• কল্যাণের জন্য, এটি ছিল তার প্রথম বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মান৷
• সুনীল ছেত্রী সপ্তমবারের মতো এই পুরস্কারে সম্মানিত হলেন৷
• ২০০৭ সালে তিনি প্রথম বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন৷
কোন দিনটিকে বিশ্ব জৈব জ্বালানি দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১লা আগস্ট
(B) ১০ই আগস্ট
(C) ১১ই আগস্ট
(D) ৫ই আগস্ট
উ: ১০ই আগস্ট।
ব্যাখ্যা: • প্রচলিত জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে জৈব জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর ১০ই আগস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হয়৷
• এই দিনটি স্যার রুডলফ ডিজেলের গবেষণা পরীক্ষাকেও সম্মান করে যিনি ১৮৯৩ সালে চিনাবাদাম তেল দিয়ে একটি ইঞ্জিন চালিয়েছিলেন৷
• পেট্রোলিয়াম মন্ত্রক কর্তৃক বিশ্ব জৈব জ্বালানি দিবস পালন করা হচ্ছে
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘হেরিটেজ ওয়াল অফ ফেম’-এ স্থান পাওয়া প্রথম ভারতীয় মনোবিজ্ঞানী কে হলেন?
(A) রামাধর সিং
(B) বিপুল রাস্তোগী
(C) কামনা ছিব্বর
(D) সুবিন ভাজায়ি
উ: রামাধর সিং।
ব্যাখ্যা: • আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামাধর সিং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সোসাইটি ফর পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’ (SPSP)-এর ‘হেরিটেজ ওয়াল অফ ফেম’-এ স্থান পেয়েছেন৷
• তিনি ভারতের একমাত্র সামাজিক মনোবিজ্ঞানী, যিনি এই সম্মান পেয়েছেন৷
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) নলিন নেগি
(B) ইনডারমিট গিল
(C) আশীর্ষকুমার চৌহান
(D) প্রমোদ কুমার
উ: প্রমোদ কুমার।
ব্যাখ্যা: • পাওয়ার গ্রিড কর্পোরেশন ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর গুরগাঁও-তে৷
• এটি মূলত ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে বাল্ক পাওয়ার ট্রান্সমিশনের সাথে নিযুক্ত।
প্রদীপ পটবর্ধন সম্প্রতি প্রয়াত হলেন৷ তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) অভিনেতা
(B) ডাক্তার
(C) আইনজীবী
(D) ক্লাসিক্যাল ড্যান্সার
উ: অভিনেতা।
ব্যাখ্যা: • প্রবীণ মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন সম্পত্তি প্রয়াত হলেন৷
• অভিনেতা অনুরাগ কাশ্যপের ‘বোম্বে ভেলভেট’ সহ অনেক বলিউডের ছবিতেও অভিনয় করেছেন তিনি৷
• প্রদীপ পটবর্ধন থিয়েটারে তার কাজের জন্য সুপরিচিত ছিলেন, ‘মরুচি মাভাশি’ তার সবচেয়ে জনপ্রিয় নাটক।
সম্প্রতি কে বিহারের অষ্টম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন?
(A) তেজস্বী যাদব
(B) উদয় মন্ডল
(C) নন্দ কিশোর যাদব
(D) নীতিশ কুমার
উ: নীতিশ কুমার।
ব্যাখ্যা: • বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার BJP এর সাথে তার জোট শেষ করে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন৷
• এর পর আবার ১০ই আগস্ট ২০২২ এ জনতা দলের মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।
• এর পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন তেজস্বী কুমার৷
কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের তাঁতিদের জন্য ‘নেথান্না বিমা’ প্রকল্প চালু করেছে?
(A) উত্তর প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) ওড়িশা
(D) কর্ণাটক
উ: তেলেঙ্গানা।
ব্যাখ্যা: • তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৭ই আগস্ট ২০২২-এ রাজ্যের তাঁতিদের জন্য ‘নেথান্না বিমা’ প্রকল্প চালু করেছেন৷
• প্রকল্পের অধীনে, একজন যোগ্য তাঁতির দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে মনোনীতদের (nominee) অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা দেওয়া হবে৷
• তেলেঙ্গানা সরকার এই স্কিমটি বাস্তবায়নের জন্য LIC এর সাথে হাত মিলিয়েছে৷
সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]