১০টি গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন । Top 10 Important Bengali GK
চাকরির পরীক্ষায় আগত কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন যেগুলি অবশ্যই পর্বে এবং ভালো লাগলে শেয়ার করবে।
১০টি গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন । Top 10 Important Bengali GK
# ভাষার মৌলিক উপাদান কয়টি ?
ক. চারটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
উত্তর: ক. চারটি
# রেঁনেসার সূত্রপাত হয় কোথায় ?
ক. ইতালি
খ. স্পেন
গ. গ্রিস
ঘ. ইংল্যান্ড
উত্তর: ক. ইতালি
# আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালির নাম কী ?
ক. মালাক্কা
খ. দার্দেনেলিস
গ. হরমুজ
ঘ. বাব-এল-মানদেব
উত্তর: ঘ. বাব – এল – মানদেব
# `Oliver Twist ‘ was written by-
a. W.Shakespeare
b. P.B. Shelly
c. Charles Dickens
d. Lord Byron
উত্তর: c. Charles Dickens
# ‘কাল নিরবধি ’ কার আত্মজীবনী ?
ক. আব্দুল্লা আবু সায়ীদ
খ. ড. আনিসুজ্জামান
গ. আহমদ শরীফ
ঘ. আহমদ ছফা
উত্তর: খ. ড. আনিসুজ্জামান
# জসীমউদ্দীন রচিত ‘নিমন্ত্রণ ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত ?
ক. মাটির কান্না
খ. ধানক্ষেত
গ.বালুচর
ঘ. রাখালী
উত্তর: খ. ধানক্ষেত
# ‘যাযাবর ’ কার ছদ্মনাম ?
ক. বিনয় মুখোপাধ্যায়
খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ. নিমাই ভট্টচার্য
ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর: ক. বিনয় মুখোপাধ্যায়
# একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১২০ ডিগ্রী হলে , ঐ বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে ?
ক. ১২০ ডিগ্রী
গ. ৬০ ডিগ্রী
খ. ২৪০ ডিগ্রী
ঘ. ৯০ ডিগ্রী
উত্তর: গ. ৬০ ডিগ্রী
# কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খান
উত্তর: ঘ. শায়েস্তা খান
# দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে ?
ক. স্থুলকোণ
খ. পূরক কোণ
গ. সম্পূরক কোণ
ঘ. প্রবৃদ্ধ কোণ
উত্তর: ঘ. প্রবৃদ্ধ কোণ