২০২৩ এর জন্য নতুন বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions for 2023 new List

New Bangla GK Questions:

GK Questions: নমস্কার বন্ধুরা বাংলা সাজেশন সাইটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ বাংলা জিকে (GK Questions) প্রশ্ন নিয়ে। এগুলো তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং তোমাদের সাধারণ নলেজ কে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আশা করছি আপনাদের এই পোস্টটি ভালো লাগবে।

Bangla GK Questions

1. ভারতের সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি কে হয়েছেন?

A. আর ভেঙ্কটরমণী
B. কেশব ব্যানার্জি
C. অশোক দেশাই
D. ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূর

উ: D. ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূর।

2. ভারতের নতুন উপরাষ্ট্রপতি কে হয়েছেন?

A. জগদীপ ধনখড়
B. রাজেন্দ্র শেখাবত
C. কৃষ্ণ কান্ত
D. রামস্বামী ভেঙ্কটরমন

উ: A. জগদীপ ধনখড়।

3. ভারতের নতুন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)’ কে হয়েছেন?

A. মনোজ মুকুন্দ নরবনে
B. মনোজ পান্ডে
C. অনিল চৌহান
D. কোনোটিই নয়

উ: C. অনিল চৌহান।

4. ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন?

A. অনিল কুমার
B. রোজর বিন্নি
C. নিতিন গুপ্তা
D. বিবেক চৌধুরী

উ: B. রোজর বিন্নি।

5. প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন (DRDO) এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন?

A. শ্যাম শ্রীনিবাস
B. সমীর ভি কামাত
C. মোহিত বৰ্মন
D. রাধাকৃষ্ণ দমানি

উ: B. সমীর ভি কামাত।

6. নীতি আয়োগ (NITI)এর নতুন CEO কে হয়েছেন?

A. পরমেশ্বর আইয়ার
B. অনুপ ব্যানার্জি
C. রাজবর্ধন সিং
D. নটরাজন সুন্দর

উ: A. পরমেশ্বর আইয়ার।

7. ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছেন?

A. সুনীল আরোরা
B. রাজীব কুমার
C. ওম প্রকাশ
D. নবীন চাওলা

উ: B. রাজীব কুমার।

8. ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থার অধ্যক্ষ কে হয়েছেন?

A. সঞ্জয় বংশল
B. আদিত্য ঠাকরে
C. এস সোমনাথ
D. অজয় প্যাটেল

উ: C. এস সোমনাথ।

9. হকি ইন্ডিয়া(HI) -র নতুন অধ্যক্ষ কে হয়েছেন?

A. দিলীপ তির্কি
B. বিমল কৌশারী
C. প্রবীণ ভাঙরে
D. বিশ্বজিৎ রানে

উ: A. দিলীপ তির্কি।

10. ভারতের নতুন বাণিজ্য সচিব কে হয়েছেন?

A. সুনীল বর্ণবাল
B. আরতি আহুজা
C. বিবেক ভরদ্বাজ
D. গুরমিত সিং

উ: A. সুনীল বর্ণবাল।

11. ‘ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) এর নতুন মহানির্দেশক (DG) কে হয়েছেন?

A. রাকেশ ভিদোরিয়া
B. অনিশ দয়াল সিং
C. পঙ্কজ কুমার সিং
D. কোনোটিই নয়

উ: B. অনিশ দয়াল সিং।

12. ‘কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)’ এর নতুন মহানির্দেশক কে হয়েছেন?

A. এম এ গণপতি
B. আনন্দ প্রকাশ মাহেশ্বরী
C. তরুণ কুমার
D. সুজয় লাল থাওসেন

উ: D. সুজয় লাল থাওসেন।

13. ভারতীয় গবেষণা বিভাগ (ICMR)-এই নতুন মহানির্দেশক কে হয়েছেন?

A. দেবাশীষ মোহন্তি
B. রাজীব বহল
C. রাঘবেন্দ্র চৌহান
D. রমেশ রঙ্গনাথন

উ: B. রাজীব বহল।

14. ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নতুন সচিব কে হয়েছেন?

A. খেমপাল সিং
B. রাজেশ বর্মা
C. সঞ্জীব মেহতা
D. জগদীশ কুমার

উ: B. রাজেশ বর্মা।

15. রাষ্ট্রীয় সুশাসন কেন্দ্র (NCGG)-এর নতুন মহানির্দেশক কে হয়েছেন?

A. মিলন পরাসরণি
B. ভরত লাল
C. কেশব ব্যানার্জি
D. মুকুল রোহতগী

উ: B. ভরত লাল।

16. অল ইন্ডিয়া রেডিও (AIR)-এর সমাচার সেবার নতুন মহানির্দেশক কে হয়েছেন?

A. তেজস্বিনী সাওয়ান্ত
B. সাবিত্রী জিন্দাল
C. বসুধা গুপ্তা
D. সুচেতা কৃপালিনী

উ: C. বসুধা গুপ্তা।

17. ভারতের নতুন সেন্ট্রাল ভিজিলান্স কমিশনার (CVC) কি হয়েছেন?

A. রাহুল ভাটিয়া
B. সত্যেন্দ ভরদ্বাজ
C. সুরেশ এন প্যাটেল
D. অজয় সিঙ্গলা

উ: C. সুরেশ এন প্যাটেল।

18. ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (ICAR)-এর নতুন মহানির্দেশক কে হয়েছেন?

A. বিবেক জোহরি
B. পঙ্কজ কুমার
C. বিনীত সরন
D. হিমাংশু পাঠক

উ: D. হিমাংশু পাঠক।

অন্যান্য → পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন | Bangla GK Questions

19. ভারতের নতুন ‘এটর্নি জেনারেল’ কে হয়েছেন?

A. আর ভেঙ্কটরমন
B. কেশব ব্যানার্জি
C. অশোক দেশাই
D. মিলন পরাসরণি

উ: A. আর ভেঙ্কটরমন।

20. ‘সশস্ত্র সীমা বল(SSB)-এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন?

A. কুলদ্বীপ সিং
B. পঙ্কজ কুমার
C. SL থাওসেন
D. সঞ্জয় আরোরা

উ: C. SL থাওসেন।

বন্ধুরা তোমাদের যদি আজকের এই আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তোমাদের যদি মনে হয় যে কোন প্রশ্নের উত্তর ভুল আছে এবং কোন প্রশ্নের উত্তর নিয়ে যদি মনে সংশয় থাকে তাহলে সেটিও কমেন্ট করে জানাবেন। যাতে আমরা তোমাদের মনে সংশয় এবং ভুল প্রশ্নের উত্তরটা ঠিক করার চেষ্টা করতে পারি।

অন্যান্য → পুরো নাম নিয়ে বাংলা জিকে প্রশ্ন | Full Form Of ITI, M.Com, B.A, P.G.D.C.A, TALLY | Banglasuggestion

Back to top button