১৩ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 13th August 2022 Current Affairs | Banglasuggestion
13th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
আমরা প্রায় সবাই জানি যে চাকরির পরীক্ষায় ও বিভিন্ন ইন্টার্ভিউ তে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা হয়। তো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির প্রার্থীদের কারেন্ট অ্যাফেয়ার্সে যেন কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে আমরা বাংলা সাজেশন সাইটের তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হলাম।
13th August 2022 Current Affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs
দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZIS) ‘Field Guide, Birds of India’ নামে একটি বই প্রকাশ করেছে। এটিতে দেশের কতগুলি পক্ষী প্রজাতির সম্পর্কে বর্ণিত রয়েছে?
(A) ১,০৬৭
(B) ১,৩৩১
(C) ১,২৩০
(D) ১,১৪৫
উ: ১,৩৩১ টি প্রজাতি।
ব্যাখ্যা:- • এই বইটিতে প্রত্যেকটি পাখির আসল ছবি ও সহ বর্ণনা রয়েছে।
• ZSI ১৯১৬ সালের ১লা জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল৷
• এটি প্রাণিবিদ্যার গবেষণার জন্য প্রধান ভারতীয় সংস্থা।
• সদর দপ্তর: কলকাতা
কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ সিনিয়র মহিলাদের বিভাগে সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন?
(A) ভবানী দেবী
(B) মেরাজ আহমদ খান
(C) রোহিত শর্মা
(D) শাহু তুষার মানে
উ: ভবানী দেবী।
ব্যাখ্যা: • ভারতের ভবানী দেবী ১০ই আগস্ট 2022-এ কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ভারতের হয়ে প্রথম
স্বর্ণপদক জিতেছেন৷
• লন্ডনে তিনি অস্ট্রেলিয়ার ভেরোনিকা ভাসিলেভাকে ১৫-১০-পয়েন্টে এ হারিয়ে শিরোপা জিতেছেন৷
• এর আগে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার হয়ে ইতিহাস তৈরি করেছিলেন
তিনি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যে দ্বিতীয় প্রজন্মের (2G) ‘ইথানল প্ল্যান্ট’-এর উদ্যোধন করেছেন?
(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) হরিয়ানা
উ: হরিয়ানা।
ব্যাখ্যা: • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ই আগস্ট ২০২২-এ হরিয়ানার পানিপতে দ্বিতীয় প্রজন্মের (2G) ইথানল প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।
• এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃক ৯০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে৷
• এটি বছরে প্রায় ৩ কোটি লিটার ইথানল উৎপাদন করবে।
• ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট ২০২২ সালের এপ্রিলে বিহারের পূর্ণিয়াতে উদ্বোধন করা হয়েছিল।
সম্প্রতি কে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় শপথ গ্রহণ করলেন?
(A) জেমস মারাপে
(B) ড্যানিয়েল রিশ
(C) ইনগ্রিডা সিমোনিতে
(D) জেভিয়ার বেটেল
উ: জেমস মারাপে।
ব্যাখ্যা: • জেমস মারাপে ২০১৯ সালের মে মাস থেকে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাপুয়া নিউ গিনি :
• রাজধানী : পোর্ট মোরসবি
• মহাদেশ : ওশিয়ানিয়া
অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স:- ১২ ই আগস্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স | 12th August 2022 Current Affairs | Banglasuggestion
সম্প্রতি প্রকাশিত ‘Rusty Skies & Golden Winds’ বইটির লেখক কে?
(A) সন্নিধ্য শৰ্মা
(B) সুবিন ভাজায়ি
(C) কামনা ছিব্বর
(D) বিপুল রাস্তোগী
উ: সন্নিধ্য শৰ্মা।
ব্যাখ্যা: • বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বইটি প্রকাশিত করেছেন।
• লেখক সন্নিধ্য শৰ্মা হলেন জম্মুর সপ্তম শ্রেণীতে পাঠরত ১১ বছর বয়সী এক কিশোর৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাকোরি ট্রেন অ্যাকশনের (কাকোরি ষড়যন্ত্র বার্ষিকীর স্মরণে সম্প্রতি কোন রেডিও স্টেশনের উদ্বোধন করেছেন?
(A) রেডিও জয় ঘোষ
(B) রেডিও ভিস্তা
(C) রেডিও রেল
(D) রেডিও মিরচি
উ: রেডিও জয় ঘোষ।
ব্যাখ্যা: • আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসাবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাকোরি ট্রেন অ্যাকশনের বার্ষিকী স্মরণে “রেডিও জয়ঘোষ”-এর উদ্বোধন করেছেন৷
• উত্তরপ্রদেশের আঞ্চলিক বিশেষত্ব, লোকশিল্প, পারফর্মিং আর্ট, রাজ্যের সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে এটি রেডিও চ্যানেলটি চালু হয়েছে।
সম্প্রতি কোন রাজ্যে ভারত-মার্কিন যৌথ বিশেষ সামরিক মহড়া “এক্স বজ্র প্রহর” শুরু হয়েছে?
(A) হিমাচল প্রদেশ
(B) বিহার
(C) উত্তরাখন্ড
(D) উত্তর প্রদেশ
উ: হিমাচল প্রদেশ।
ব্যাখ্যা: • ভারত-মার্কিন যৌথ বিশেষ বাহিনীর মহড়া “এক্স বজ্র প্রহর ২০২২”, হিমাচল প্রদেশের বাকলোতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে ৮ই আগস্ট, ২০২২ এ শুরু হয়েছিল৷
• ‘এক্স বজ্র প্রহর’-হল বার্ষিক অনুশীলনের ১৩ তম সংস্করণ।
সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন রুডি কোর্টজেন। তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
(A) নৃত্যশিল্পী
(B) আম্পায়ার
(C) ক্রিকেটার
(D) গায়ক
উ: আম্পায়ার।
ব্যাখ্যা: • আন্তর্জাতিক ক্রিকেটের প্রাক্তন আম্পায়ার রুডি কোর্টজেন সম্প্রতি ৭৩ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন৷
• তিনি ১৯৮১ সালে আম্পায়ারিং শুরু করেছিলেন এবং ১৯৯২ সালে পোর্ট এলিজাবেথে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে দাঁড়িয়েছিলেন৷
• ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি৷
সকল চাকরির প্রার্থীদের বাংলা সাজেশন সাইটের তরফ থেকে থাকল অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই কামনা করি যে সকলেই যেন ভালো পরীক্ষা দিতে পারে।
[su_note note_color=”#f2f26b” text_color=”#112cf9″ radius=”0″]এইরকম আরো অনেক নিত্যনতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে হলে আপনারা ভিজিট করুন বাংলা সাজেশন সাইটে।[/su_note]