মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভালো রেজাল্ট করার গুরুত্বপূর্ণ টিপস !

madhyamik-and-higher-secondary-education-important-exam-tips

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রায় আসন্ন। এই মুহূর্তে অনেক ছাত্র-ছাত্রী আছে যারা তাদের প্রিপারেশন ঠিকঠাক ভাবে না নেওয়ার জন্য মনমরা হয়ে বসে আছে। এবং অনেক এমন ছাত্রছাত্রীও আছে যারা ভাবছে যে পরীক্ষা কি এ বছর দেব ? নাকি দেব না। এছাড়া তাদের মনে অনেক ভাবনা চিন্তা আসে যে পরীক্ষা দিলে ফেল করব না তো? পরীক্ষার হলে গেলে তো কিছু লিখতে পারবো না। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে তোমরা আর মনমরা হয়ে বসে থেকো না। আমাদের সকলের উদ্দেশ্যে যে কোন ছাত্র-ছাত্রী যেন এ বছর ফেল না হয়। এই কারণে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি যেগুলো অবলম্বন করলে তুমিও পরীক্ষাতে পাস করে যাবে।

তোমরা সবাই জানো পরীক্ষার জন্য তোমাদের সকলের হাতে খুব কম সময় আছে । এই কয়দিন তোমরা সব কিছু ভুলে শুধুমাত্র পরীক্ষার উপর ফোকাস কর। পরীক্ষা ছাড়া তোমাদের মাথায় যদি অন্য কোন কিছু আসে তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষা পাস করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার আগে এই কয়দিন রেজাল্ট কে ফোকাস কর এবং পড়ায় মন দাও।

Exam Tips

1. তোমরা সবাই জানি তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। এক্ষেত্রে সবার প্রথমে তোমাদের বলব বড় প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করা। এই মুহূর্তে এসে তোমরা যদি শুধুমাত্র ছোট প্রশ্ন করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। আমরা জানি যে ছোট প্রশ্নের নম্বরটা প্রচুর ভালো হয় কিন্তু এই শেষ মুহূর্তে এসে তোমরা যদি ছোট প্রশ্ন করতে চাও তাহলে তোমাদের সময় প্রচুর তাড়াতাড়ি কেটে হয়ে যাবে। তোমরা হয়তো এটাও জানো যে ছোট প্রশ্নের কোন সাজেশন হয় না এর জন্য বই খুঁটিয়ে পড়তে হয় এবং এটা প্রচুর সময় সাপেক্ষ।

বড় কোশ্চেন এর ক্ষেত্রে তোমরা বিভিন্ন সাজেশন দেখে সেগুলি ভালোভাবে তৈরি করলেই কমন পেয়ে যাবে এবং পরীক্ষার হলে লিখে আসতে পারবে। এই সাজেশন এর ক্ষেত্রে কিন্তু পুরোটা তোমাদের নিজেদের দায়িত্বে একটি ভালো এবং তোমাদের নির্ভরযোগ্য কোন কারো কাছ থেকে সাজেশন নিয়ে পড়বে না হলে কিন্তু তোমরা বিপদে পরতে পারো। তোমরা যদি বড়ো কোশ্চেন গুলো কমপ্লিট করে নাও তাহলে তোমরা দেখবে এর মধ্যে থেকো কিছু কিছু শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে।

2. দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে আমরা বলব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করা। এইটা যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে তোমরা অনেক বড় প্রশ্নের পাশাপাশি শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে। শুধুমাত্র আগের বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাদবাকি তার আগে যে সমস্ত ইয়ারের কোশ্চেন আছে সেগুলি সলভ করো। তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলি ইন্টারনেটে পেয়ে যাবে।

অন্যান্য → মাধ্যমিক বাংলা ব্যাকরণ সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Grammar Suggestion 2023

3. তৃতীয় নম্বরের ক্ষেত্রে আমরা বলব মডেল সেট কমপ্লিট কর। এই মডেল সেট গুলি তোমরা বিভিন্ন প্রকাশনীর বইতে পেয়ে যাবে তো সেখান থেকে সব নয়, কয়েকটি মডেল সেট কমপ্লিট করে খাতায় নোট করো এবং এগুলি তোমরা ভালোভাবে মুখস্ত কর। তোমরা দেখবে এই মডেল সেট গুলি থেকে অনেক প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পাবে।

4. চতুর্থ নম্বর টিপসের ক্ষেত্রে আমরা বলব অধ্যায়ের সারসংক্ষেপ বা বিষয়সংক্ষেপ গুলি ভালোভাবে দেখে নাও। তোমরা জানো তোমাদের হাতে এখন সময় নেই তো সম্পূর্ণ অধ্যায় পড়া এই মুহূর্তে অসম্ভব। এই কারণেই অধ্যায়ের বা বিভিন্ন চ্যাপ্টারের বিষয়সংক্ষেপ বা সারসংক্ষেপ গুলো ভালোভাবে তৈরি করে নাও। তোমরা দেখবে এই সারসংক্ষেপ গুলো থেকেও তোমরা অনেক বড় প্রশ্ন যেগুলি হয়তো কমন পাওনি কিন্তু এই সারসংক্ষেপ থেকে লিখতে পারবে। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের সমস্ত চ্যাপ্টারের বিষয় সংক্ষেপ পড়ার দরকার নেই । শুধুমাত্র তোমরা যে সমস্ত চ্যাপ্টার গুলি থেকে জানো যে বড় প্রশ্ন আসবে সে সমস্ত চ্যাপ্টার গুলির বিষয় সংক্ষেপগুলি তৈরি করে নেবে।

5. পঞ্চম টিপস এর ক্ষেত্রে আমরা বলব প্রশ্ন মডেল বুঝে নেওয়া অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসবে এবং কোন দাগে কোন অধ্যায়ের প্রশ্ন আসবে সেটি বুঝে নেওয়া।

এই ছিল আজকের টিপস । এই টিপস গুলো পড়তে যত টানা সময় লাগছে অবলম্বন করতে কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে। তো এখন থেকে তোমরা এই টিপসগুলো মেনে চলো তোমরা দেখবে অবশ্যই তোমাদের পরীক্ষায় ভালো ফল পাবে।

অন্যান্য → মাধ্যমিক ২০২৩ এর কবিতা এবং কোনি থেকে পুরো বড় প্রশ্ন সাজেশন, এগুলি পড়লে তুমিও পেতে পারো মাধ্যমিকে পুরো নম্বর

Back to top button