প্রকাশ হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের PPR, PPS এর রেজাল্ট | জেনে নিন কিভাবে দেখবেন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের PPR, PPS এর রেজাল্ট কিভাবে অনলাইন চেক করবেন, জানতে হলে সম্পূর্ণ পড়ুন।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। কিছুদিন আগেই কিন্তু উচ্চমাধ্যমিকদের অনলাইনের মাধ্যমে পিপিএস পিপিআর ইত্যাদির আবেদন চলেছিল। সেই পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিকদের সেই পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট বা স্ট্যাটাস কিন্তু তোমরা অনলাইনে বাড়িতে বসে নিজেদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে চেক করে নিতে পারবে। তোমরা বাড়িতে বসে নিজেই ইন্টারনেটের মাধ্যমে তোমাদের পিপিএস অথবা পিপিআরের স্ট্যাটাস জানতে পারবে। তোমরা জানতে পারবে যে তোমাদের পিপিএস বা পিপিআর এর রেজাল্ট কেমন হয়েছে অর্থাৎ তোমাদের নম্বর বেড়েছে নাকি তোমাদের নম্বর কমেছে নাকি তোমাদের কোনরকম কোন পরিবর্তন করা হয়নি এই স্ট্যাটাস গুলো কিন্তু তোমরা জানতে পারবে।
HS এর PPR/PPS এর রেজাল্ট কিভাবে চেক করবে?
তো সবার প্রথমে দেখে নেব উচ্চমাধ্যমিকের পিপিএস বা পিপিআর এর রেজাল্ট তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবে।
১) সবার প্রথমে তোমাদের ডিভাইসের যেকোনো একটি ব্রাউজারে চলে যাবে এবং সেখানে গিয়ে WBCHSE টাইপ করে সার্চ করবে।
২) সার্চ করার পরে উপরেই তোমরা এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবে সেখানে তোমরা ভিজিট করবে।
৩) WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটটি তে ভিজিট করার পরে তোমরা উপরেই একটি পপ আপ নোটিফিকেশন দেখতে পাবে। যেখানে কিন্তু লেখা থাকবে “Online PPSPPR 2022” ।
৪) তারপরে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। সেখানে অনেক ধরনের অপশন থাকবে তার মধ্যে তোমাদেরকে “PPR/PPS Result” অপশনটিতে ক্লিক করতে হবে।
৫) তারপরে তোমাদের সামনেই একটি নতুন বক্স খুলে যাবে। যেখানে তোমাদের নিজেদের রেজাল্টের মার্কশিট নম্বর এবং রোল নম্বর টাইপ করে সাবমিট করতে হবে।
৬) সাবমিট করা হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে তোমাদের পিপিআর/পিপিএসের স্ট্যাটাস চলে আসবে।
সেখানে তোমরা দেখতে পারবে তোমরা কোন সাবজেক্টের জন্য পিপিআরদের পিপিএস করেছিলে তার স্ট্যাটাস কি।
তোমাদের যদি রেজাল্ট কার্ডে নাম্বার কমানো হয় অথবা বাড়ানো হয় তাহলে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে না যে তোমাদের কত কমানো হয়েছে বা কত বাড়ানো হয়েছে। তোমরা সেটা একেবারে রেজাল্ট হাতে পেলেই কিন্তু দেখতে পারবে। 1 আগস্ট 2022 তারিখে যেদিন তোমাদের রেজাল্ট দেওয়া হবে সেদিনই তুমি দেখতে পারবে।
তো তোমরা এভাবেই তোমাদের উচ্চমাধ্যমিকের পিপিআর অথবা পিপিএসের অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে।
আরোও পড়ুন:- কবে দেওয়া হবে ট্যাব কেনার টাকা | এ বিষয়ে কি জানাল বিকাশভবন
মাধ্যমিকের PPR/PPS কীভাবে চেক করবে?
তাহলে এবার বলবো যে তোমরা কিভাবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এর পিপিআর অথবা পিপিএস এর অনলাইন স্ট্যাটাস চেক করবে।
১) সবার প্রথমে যেকোনো ব্রাউজারে চলে যাবে। তারপর সেখান থেকে গুগলে ভিজিট করবে।
২) তারপরে সেখানে result.siksha লিখে সার্চ করবে এবং ভিজিট করবে। অবশ্যই হোম পেজে যেতে হবে।
৩) তারপরে একটু নিচে স্ক্রোল করলে কিন্তু তোমরা নোটিফিকেশন দেখতে পাবে। যেখানে লেখা থাকবে “WB Madhyamik Result 2022” তার ঠিক নিচেই কিন্তু দেখতে পাবে “PPR/PPS Result 2022”। সেখানে ক্লিক করবে।
৪) তারপরে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলবে যেখানে তোমাদের জন্ম তারিখ এবং রোল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।
(বি:দ্র: যদি তোমাদের জন্ম তারিখ জানুয়ারী 2, 2000 হয় তাহলে সেটা 020100 এইভাবে লিখবে। সবগুলি জন্ম তারিখ এভাবেই লিখতে হবে)
এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা মাধ্যমিকেরও পিপিআর পিপিএস এর রেজাল্ট নিজেদের মোবাইলের মাধ্যমেই দেখে নিতে পারবে।
মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখানোর ধরনটা একটু অন্যরকম হবে। এখানে তোমাদের কত নম্বর বেড়েছে কত নম্বর কমেছে সে সমস্ত কিছু তথ্য কিন্তু দেখে নিতে পারবে।
অবশ্যই পড়ুন:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে | দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন
যদি উপরের প্রসেসের মধ্যে তোমাদের কোন প্রবলেম হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেব।
[su_note note_color=”#f2f2e6″ text_color=”#112cf9″ radius=”0″]এই ধরনের সমস্ত রকমের দরকারি আপডেট পেতে অবশ্যই আমাদের বাংলা সাজেশন ব্লগটিতে ভিজিট করবে এবং আমাদের পোস্টগুলি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে।[/su_note]