প্রকাশিত হলো জলবিদ্যুৎ নিগমে নিয়োগের বিজ্ঞপ্তি | ১১ দিনের মধ্যে আবেদন করতে হবে | SJVN Limited Apprentice Recruitment 2023

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা সতলুজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড (Satluj Jal Vidyut Nigam- SJVN) থেকে ইতিমধ্যে প্রচুর সংখ্যক শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারী প্রার্থীদের গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে।

SJVN Limited Apprentice Recruitment 2023

সমস্ত প্রার্থীদের একদম বিনামুল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ডও দেওয়া হবে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ট্রেডে প্রশিক্ষণ হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, নিয়োগ কিভাবে হবে ইত্যাদি যাবতীয় তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন।

নোটিশ নম্বরঃ 108/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 19.12.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

SJVN লিমিটেডে নিয়োগের বিস্তারিত তথ্য (SJVN Limited Apprentice Recruitment Details)

(1) পদের নামঃ গ্র্যাজুয়েট আ্যপ্রেন্টিস (Graduate Apprentices)

স্টাইপেন্ডঃ এই পদের জন্য প্রতিমাসে 10000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনলজি বিষয়ে ফুল টাইম ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 175 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

  • Mechanical
  • Electronics & Communication
  • Electrical
  • Civil
  • Architecture
  • Instrumentation
  • Env. Pollution & Control
  • Applied Geology
  • Information Technology
  • Human Resource
  • Finance & Accounts

(2) পদের নামঃ টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (Technician Diploma Apprentices)

 

স্টাইপেন্ডঃ এই পদের জন্য প্রতিমাসে 8000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনলজি বিষয়ে ফুল টাইম ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 100 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

  • Mechanical
  • Electrical
  • Civil
  • Architecture
  • Information Technology

3) পদের নামঃ টেকনিশিয়ান ITI আ্যপ্রেন্টিস (Technician ITI Apprentices)

স্টাইপেন্ডঃ এই পদের জন্য প্রতিমাসে 7000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 125 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

  • Electrician
  • Office Assistant
  • Fitter
  • Mechanic
  • InformationTechnology

(3) পদের নামঃ টেকনিশিয়ান ITI আ্যপ্রেন্টিস (Technician ITI Apprentices)

স্টাইপেন্ডঃ এই পদের জন্য প্রতিমাসে 7000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 125 টি।

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ

SJVN লিমিটেডে নিয়োগের বয়সসীমা

উপরের উল্লেখ করা সমস্ত আ্যপ্রেন্টিস পদের ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

SJVN লিমিটেডে নিয়োগের প্রশিক্ষণের সময়সীমা


উপরে উল্লেখ করা সমস্ত পদের ক্ষেত্রে 1 বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।

SJVN লিমিটেডে নিয়োগের আবেদন পদ্ধতি

এই নিয়োগের ক্ষেত্রে সমস্ত প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সহজেই আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে তা নিচে বিস্তারিত আলোচনা করা হল-

SJVN লিমিটেডে নিয়োগের পদ্ধতি

এখানে কোনোরকম ইন্টারভিউ নেওয়া হবে না, আবেদনকারি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।
 

(1) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট www.sjvn.nic.in এ প্রবেশ করতে হবে।

(2) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন অপসনে ক্লিক করে নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

(3) রেজিষ্ট্রেশনের পরে নির্দিষ্ট আইডি ও পাশওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

(4) তারপরে নির্দিস্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পুরন করতে হবে।

(5) এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

SJVN লিমিটেডে নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ 19.12.2022
আবেদন শুরু 19.12.2022
আবেদন শেষ 08.01.2023

SJVN লিমিটেডে নিয়োগের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

✅ অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ অফিসিয়াল নোটিশ Download
✅ আবেদন করুন Apply Now

 

Back to top button