সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো! আবেদন করবেন কিভাবে?

চাকরির বিজ্ঞপ্তি 2023: যারা যারা চাকরি খুজছেন তাদের জন্য নতুন একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। যেখানে আমরা সম্প্রতি প্রকাশিত হওয়া রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো। এখানে আপনি যদি ভারতীয় নাগরিক অথবা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। যদি আপনারা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।

Post No. 1

Employment No.372/DSWO(MLD)
পদের নামBench Clerk
মোট শূন্যপদ১ টি
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার অপারেটিং -এ সাম্যক ধারণা থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন১৩,৫০০ টাকা।
বয়সসীমাইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

Post No. 2

Employment No.372/DSWO(MLD)
পদের নামData Entry Operator
মোট শূন্যপদ১ টি
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার অপারেটিং কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন১১,৯১৬ টাকা।
বয়সসীমাইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

Post No. 3

Employment No.372/DSWO(MLD)
পদের নামHouse Mother
মোট শূন্যপদ১ টি (মহিলা)
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ চাইল্ড কেয়ার বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন১৪,৫৬৪ টাকা।
বয়সসীমাইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকরার জন্য প্রার্থীদের জেলা প্রশাসনের নির্দিষ্ট ওয়েবসাইট malda.gov.in এ ভিজিট করে ওয়েবফর্মে সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ২ জুন, ২০২৩।

Official NotificationDownload Now
Official WebsiteApply Now

Related Articles

Leave a Reply

Back to top button