ট্যাবের টাকা কবে ঢুকবে 2022, আবারও নতুন খবর সামনে আসল

ট্যাবের টাকা কবে ঢুকবে 2022

যারা এবছর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের সকলের মনে শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে ট্যাবের টাকা কবে ঢুকবে? ইতিমধ্যেই সেই বিষয়েই একটি নতুন তথ্য সামনে এসেছে।

ট্যাবের টাকা দেওয়ার এই প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প। করোনা দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেছিলেন। যার সাহায্যে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা তাদের অনলাইনে ক্লাস করার জন্য সরকার ট্যাব কেনার জন্যে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সেই প্রকল্পের জন্যেই আবারও এবছরে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্যে টাকা দেওয়া হবে।

অনলাইনের ক্লাস অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। তাই জন্যে এবছরের ছাত্রছাত্রীরা এই ভয়ে ছিল যে তাদের মোবাইল কেনার টাকা কবে দেবে, আদৌ সেটাকা দেওয়া হবে কি না ইত্যাদি।

এর আগের বছরের মতো এ বছরও কিন্তু মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছে যে এ বছরে ভর্তি হওয়া দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরও কিন্তু এই ট্যাব কেনার টাকা অর্থাৎ তরুণের প্রকল্পের যে 10 হাজার টাকা সেই টাকা দেওয়া হবে বলে। তারপরেই কিন্তু বিভিন্ন স্কুলে এই ট্যাব কেনার টাকার জন্য যাবতীয় যা ডকুমেন্টস তা কিন্তু জমা নিয়েও নিয়েছে।

কিন্তু এইসব কিছু পদ্ধতি তো অনেক আগেই হয়ে গিয়েছে এখন প্রশ্ন টাকা আসবে কবে? কবে দেওয়া হবে ট্যাব কেনার টাকা?

ট্যাবের টাকা দেওয়ার কাজগুলি বিকাশ ভবন থেকেই কিন্তু সরাসরি করা হত। তাদের জন্য একটি ডিসিএ ফর্ম করা হতো যেখানে ব্যাংকের পাসবুক এর জেরক্স, ভর্তির রশিদ ইত্যাদি জমা করলেই বিকাশ ভবন থেকে সেই টাকা পাঠিয়ে দেওয়া হতো যার জার অ্যাকাউন্টে। কিন্তু কত বছরে কিন্তু খবর পাওয়া গেছে যে এই টাকা কারোর একাউন্টে দুবার গেছে, কারোর অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে টাকা ঢোকেনি এইরকম বিভিন্ন সমস্যা।

আরও পড়ুন:- আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের সেরা ১৫টি চাকরির খবর । Top 15 Jobs in August 2nd Week

এইজন্য এবছর বিকাশ ভবনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই প্রক্রিয়া গুলি সমস্তটাই স্কুলের উপরে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকরাই কিন্তু সেই সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট ডিটেলস ও সমস্ত ডিটেলস খুঁটিয়ে দেখার পরেই বিকাশ ভবনকে লিস্ট পাঠাবে।

ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুলের ছাত্র-ছাত্রীদের লিস্ট ও মাদ্রাসার স্কুলের লিস্ট বিকাশ ভবনে পৌঁছে গিয়েছে। সেই লিস্ট কিন্তু বিকাশ ভবন এখনো ভেরিফিকেশন করছে। এর আগের বছরে দেখা গিয়েছে ট্যাব কেনার টাকা ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে যার যার একাউন্টে ঢুকে গিয়েছিল।

কিন্তু এবছর অত দেরি হবে না। ট্যাব কেনার জন্য এই টাকা কিন্তু পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাসেই তোমাদের একাউন্টে ঢুকে যাবে। কেননা এই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করতেই কিন্তু পুজো চলে আসবে আর পুজোর মাসে কোনরকম কাজ কিন্তু হয়না। তারপরে পুজো শেষ হয়ে গেলেই নভেম্বর মাসে এই প্রক্রিয়া আবার শুরু হবে এবং তোমাদের একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:- উচ্চমাধ্যমিকের পরে কোন কোন চাকরি রয়েছে – দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই জেনে নিন

বিকাশ ভবন থেকে এই তরুণের স্বপ্নের জন্য ১০ হাজার টাকার ছাত্র-ছাত্রীদের দেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলি কিন্তু এখনো কার্যরত চলছে। পুজোর শেষে নভেম্বর মাসে তোমাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হলে সমস্ত স্কুল থেকে কিন্তু এই নোটিশ দিয়ে দেওয়া হবে যে তোমাদের ট্যাব কেনার বা মোবাইল কেনার পরের যে রশিদ সেই রশিদ কিন্তু স্কুলে জমা করতে হবে।

এই রশিদ কিন্তু সরাসরি চলে যাবে তোমাদের বিকাশ ভবনে এবং বিকাশ ভবন থেকে এই ট্যাব কেনার টাকা দিয়ে তোমরা ট্যাব বা মোবাইল কিনেছো কিনা তা কিন্তু দেখা হবে।

Back to top button